প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদের দুর্নীতির সহযোগী পরিচালক (প্রশাসন) জাকির হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যের শিকার কর্মকর্তা- কর্মচারীরা। তাদের দাবি পিআইবির প্রভিড্যান্ট ফান্ডের অর্থ আত্মসাতের ঘটনা ঘটিয়েছে মহাপরিচালক জাফর ওয়াজেদ ও জাকির গং।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি চত্বরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে দীর্ঘদিনের বৈষম্যের শিকার কর্মকর্তা- কর্মচারীরা। আন্দোলনকারীরা পিআইবির ডিজির পদত্যাগপত্র গ্রহণ করে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ ও পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনকে দ্রুত অপসারণের দাবি জানান।
আন্দোলনকারী জানান, যতদিন জাকির হোসেন পদত্যাগ করছেন না, ততদিন এই আন্দোলন ও কর্মবিরতি চলবে। একটাই দাবি জাফর ওয়াজেদ পদত্যাগ করেছে এখন জাকিরের পদত্যাগ ছাড়া পিআইবিতে সবাই কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাবে।
বিক্ষোভে অংশ নেওয়া পিআইবির রিসার্চ অফিসার হিসেবে কর্মরত শেখ মজলিশ ফুয়াদ বলেন, জাফর ওয়াজেদ ও জাকির হোসেন নিজেদের ব্যক্তিস্বার্থে পিআইবির মতো প্রতিষ্ঠানকে পরিচালিত করেছে বিগত ৫টি বছর। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে কার্যকর করে তোলার জন্য একে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। দীর্ঘদিন অনিয়মের কারণে পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি দিয়ে বঞ্চনার অবসান ঘটাতে হবে।
পিআইবিতে প্রশিক্ষক হিসেবে কর্মরত পারভীন সুলতানা রাব্বি বলেন, গত ১৬ বছরে পিআইবিতে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে। জাফর ও জাকির আইন লঙ্ঘন করে নিজেদের স্বার্থ হাসিলে সব অন্যায় অপকর্ম করেছে। তারা সিন্ডিকেট করে নিজেদের পকেট ভরেছে।
তিনি আরও বলেন, পরিচালক জাকির মূলত নির্বাহী অফিসার। তিনি যখন যে ডিজি আসে তাকে ম্যানেজ করে নিজেই সুবিধা নেয় এবং অন্যদের অন্যায়ভাবে শাস্তি দিয়ে থাকে। তাদের কারণে পিআইবি এর আইন দ্বারা পরিচালিত হতে পারেনি। যেখানে বোর্ডের অনুমতিতে সব সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তিনি ডিজিদের ব্যবহার করে অবৈধভাবে ৩টি পদোন্নতি ও ভাতা এবং সুযোগ-সুবিধা নিয়েছে। আমি ২০ বছরে কোনো প্রমোশন না পেলেও একাধিক ব্যক্তি স্বল্প সময়ে অযৌক্তিকভাবে ৩টা প্রমোশন পেয়েছে। যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের জুলুম-নির্যাতন করা হয়েছে।
আরেক প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম বলেন, জাকির একজন অর্থ পিপাসু। নিজের আখের গোছানোর জন্য তিনি সদা প্রস্তুত থাকতেন। তিনি বলেন, জাকিরকে পিআইবিতে অবাঞ্ছিত করা হলো। সে যদি পিআইবি চত্ত্বরে প্রবেশের চেষ্টা করে তবে তাকে মোক্ষম জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন জাকিরের দ্বারা অপমানিত হয়নি এমন লোক পিআইবিতে পাওয়া দুষ্কর। বারবার রং বদলানো জাকিরের পদত্যাগ ছাড়া আন্দোলন ও কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ শাহ আলম।
মিজানুর রহমান সরকার নামে এক কর্মকর্তা বলেন, জাকির একজন লেবাসধারী। সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য গিরগিটির মত রং বদলায়। যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের লোক বনে গিয়ে নিজের স্বার্থ হাসিল করে। এছাড়া প্রভিডেন্টে ফান্ডের টাকা রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংক হতে উত্তোলন করে ছয় মাস বেসরকারি ব্যাংকে রেখেছিল। তার কোনো হিসাব পিআইবির কোনো কর্মকর্তা কর্মচারীকে দেওয়া হয়নি। হিসাব চাওয়ার কারণে এর প্রতিবাদকারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ও চাকরিচ্যুতির হুমকি দেওয়া হতো।
উল্লেখ্য, গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এক পত্রের মাধ্যমে মহাপরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন জাফর ওয়াজেদ। চিঠিতে তিনি লিখেছেন, আমার পারিবারিক ও ব্যক্তিগত কারণে আজ ১৩ আগস্ট থেকে মহাপরিচালক, পিআইবি পদে দায়িত্ব পালনে আমার অপারগতা গ্রহণ করে বাধিত করবেন।
মন্তব্য করুন