রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকা থেকে নিখোঁজ বাকপ্রতিবন্ধী রাহানের সন্ধান চায় তার পরিবার।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) কলাবাগান থানার কাঁঠালবাগান বাজারে গিয়ে আর বাসায় ফেরেনি।
পরিবার সূত্রে জানা যায়, রাহান বাকপ্রতিবন্ধী। সে বৃহস্পতিবার বিকালে কাঁঠাল বাগানবাজারের উদ্দেশে বাসা থেকে বের হয়ে আজ তিন দিনেও বাসায় ফেরেনি। হারানোর সময় রাহানের পরনে ছিল নীল গেঞ্জি, সাদা জুতা। বয়স ১৪ বছর। গায়ের রং শ্যামলা, উচ্চতা সাড়ে তিন থেকে চার ফুট।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি রাহানের খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগের অনুরোধ জানিয়েছে নিখোঁজের পরিবার। যোগাযোগ : ০১৬৪৭ ৬৬৭ ৪১৬ (রিপন, রাহানের ভাই)। রাহানের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তার মা মায়া বেগম এবং ভাই রিপন।
মন্তব্য করুন