ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে নাগরিক সমাজের প্রতিনিধিদের জন্য এক নৈশভোজের আয়োজন করা হয়। সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় এ নৈশভোজে অংশ নেন তারা।
সূত্র জানায়, বাংলাদেশের পুরোনো বন্ধুদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন সারাহ কুক। সমসাময়িক ইস্যুতে আলোচনা হলেও প্রাধান্য পায় সামনের দিনে একসাথে কাজ করার বিষয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নৈশভোজে অংশ নেন সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ ও তাসনীম সিদ্দিকী, টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নারীনেত্রী খুশি কবীর, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান লিটন, আলোকচিত্র শিল্পী শহিদুল আলম, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এবং বিশ্বব্যাংকের সুশাসনবিষয়ক কনসালটেন্ট শাহনাজ করিম।
গত ৩০ এপ্রিল বাংলাদেশে নতুন ব্রিটিশ হাইকমিশনার হিসেবে আসেন সারাহ কুক। এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান ছিলেন।
মন্তব্য করুন