কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজউকের অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

নকশাবহির্ভূত পাঁচ ভবনের অবৈধ অংশ অপসারণ-বিদ্যুৎ বিচ্ছিন্নসহ সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে রাজউক। ছবি : কালবেলা
নকশাবহির্ভূত পাঁচ ভবনের অবৈধ অংশ অপসারণ-বিদ্যুৎ বিচ্ছিন্নসহ সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে রাজউক। ছবি : কালবেলা

অনুমোদিত নকশার ব্যত্যয় করে রাজধানীতে অবৈধভাবে ইমারতের নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় ৫টি ভবনের আংশিক অংশ অপসারণ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বংশালের নাজিমউদ্দীন রোড, চকবাজার ও মাজেদ সরদার সড়কে নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে রাজউক। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকারের নেতৃত্বে নির্মাণাধীন ৬টি ভবনে এই অভিযান চালানো হয়।

রাজউক সূত্রে জানা যায়, রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবন উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দীন সড়কে একটি এবং মাজেদ সরদার সড়কে দুইটি ইমারতে রাজউক অননুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় নির্মাণাধীন ভবনের অবৈধ আংশিক অংশ অপসারণ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।

এই সময় ভবন ৩টিকে নগদ সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি ভবনের ব্যত্যয়কৃত বাকি অংশ আগামী ১৫ দিনের মধ্যে এবং আরেকটি ভবনের বাকি অংশ ৩০ দিনের মধ্যে অপসারণ করবেন বলে ভবনের মালিকরা ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়েছেন।

এছাড়া নাজিমউদ্দীন রোডের একটি ইমারতের নির্মাণকাজ চলাকালীন রাজউক অনুমোদিত নকশা দেখাতে পারেননি বিধায় নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মাজেদ সরদার রোডে অবৈধভাবে একটি ইমারতের নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় ভবনের আংশিক অংশ অপসারণ করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া নাজিমউদ্দীন রোডে আরেকটি ভবনে অভিযানের সময় রাজউক অনুমোদিত নকশা প্রদর্শন করেছেন ও নির্মাণ কাজে কোনোরকম ব্যত্যয় পাওয়া যায়নি। পরে অকুপেন্সী সার্টিফিকেট নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন।

রাজউকের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন অথোরাইজ অফিসার মো. মেহেদী হাসান খান, সহকারী অথোরাইজড অফিসার ইসমাঈল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক আবুল কালাম ও জনাব সুজন আহমেদ, ইমারত পরিদর্শক তৌফিক উজ্জামান প্রমুখ।

অন্যদিকে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক শীলাব্রত কর্মকারের নেতৃত্বে রাজউকের জোন ১/৩ এর আওতাধীন সাভারের আশুলিয়ার ইয়ারপুরে আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় দুইটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উভয় ভবনের মালিককেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ৭২ ঘণ্টার মধ্যে ইমারত নির্মাণের জন্য রাজউক অনুমোদনের প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও অনুমোদিত নকশা ব্যতীত সব প্রকার নির্মাণকাজ বন্ধ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​বদলে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগ পদ্ধতি, আসছে নতুন বিধিমালা

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব‌্যাংক

ন্যাড়া হলে কি চুল ঘন হয়, জানুন গবেষণা কী বলছে

২১ আগস্ট গ্রেনেড হামলা / তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু

রাশিয়া-ইউক্রেন উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্পের ইঙ্গিত

ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কোপালেন লতিফ 

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

রায় শুনে কাঠগড়ায় ঢলে পড়লেন আসামি, হাসপাতালে গেল প্রাণ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

পুতিনকে ধন্যবাদ জানালেন মোদি

১০

হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য দেখতে চাওয়া নিয়ে ইমির পোস্ট

১১

প্রকাশ্যে টোল প্লাজার সিকিউরিটিকে পেটানোর ঘটনায় মামলা

১২

ভাইরাল জ্বরে কী খাবেন, কী খাবেন না

১৩

শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার ওপর নেমে আসবে বিপদ, জানালেন মাখোঁ

১৪

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ 

১৫

আজ বিশ্ব মানবিক দিবস

১৬

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৭

২২ বছর ধরে মুয়াজ্জিনকে বিনামূল্যে খাওয়াচ্ছেন হোটেল মালিক 

১৮

এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানাল র‌্যাব

১৯

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

২০
X