কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:২০ পিএম
আপডেট : ১৫ মে ২০২৫, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র দিয়ে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা। বুধবার (১৪ মে) রাত পৌনে দুইটার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতরা হলেন-স্বপন, সাব্বির, রাব্বি, কাসেম, আফজাল, ফাতেমা বেগম ও মামুন। এদের মধ্যে গুরুতর আহত চারজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে দুইটায় ইত্যাদি মোড় জাফরাবাদ এলাকার একটি বাসার সামনে দুইজন কিশোর ঘোরাঘুরি করছিল। এ সময় রাব্বি নামে একজন বাসার আশপাশে তাদের ঘোরাঘুরির বিষয়ে জানতে চায়। এ নিয়ে কিশোরদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতি হয়।

পরে ৪ থেকে ৫ মিনিটের মধ্যে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে প্রথমে রাব্বিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রাব্বিকে বাঁচাতে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের বাসায় ঢুকে একে একে ৭ জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্যরা।

এ ঘটনায় ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, বুধবার রাতে আমরা বাড়ির সামনে বসে ছিলাম।হঠাৎ দেখি দুইজন কম বয়সি ছেলে আমাদের বাড়ির আশপাশে উঁকি দিচ্ছে। তখন আমি তাদের ডেকে জিজ্ঞাসা করি তোমরা কারা। এ সময় কিশোরগুলো এমনভাবে কথা বলছিল মনে হলো তারা কোনো অপরাধ করতে এসেছে। তখন আমার সঙ্গে দাঁড়িয়ে থাকা রাব্বি তাদের পরিচয় জিজ্ঞাসা করায় তারা আরও উত্তেজিত হয়ে মারতে আসে।

এমন পরিস্থিতি দেখে রাব্বি তাদের একজনকে একটু কড়া ভাষায় কথা বলায় তারা আরও রেগে গেলে তাদের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে তারা ফোন দিয়ে ৪-৫ মিনিটের মধ্যে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রসহ তাদের গ্রুপের সদস্যরা এসে এলোপাতাড়ি কোপানো শুরু করে। এতে আমার হাতের রগ কেটে যায় এবং আমার পরিবারের ৭ জন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে আমার বড় ভাই স্বপনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী ফাতেমা বেগম জানান, বাসায় ওয়াসার পানি সংগ্রহ করতে আমরা প্রতিদিন রাত দুইটা-আড়াইটা পর্যন্ত জেগে থাকি। বুধবার রাতে বাড়ির সামনে আমার ভাতিজা রাব্বির সঙ্গে কোনো একটা ছেলের বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর দেখি ১৫-২০ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভাতিজাকে এলোপাতাড়ি কোপাচ্ছে। এ সময় তাদের বাঁচাতে যারাই এসেছে সবাইকে কিশোর গ্যাংয়ের সদস্যরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আমি ধরতে গিয়ে আমার নিজেরও পায়ে একটি কোপ লেগেছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, এ ঘটনায় ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পরিদর্শন করে এসেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি, খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

আকাশপ্রেমীদের জন্য এ মাসে দারুণ খবর

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

রাজধানীতে আজ কোথায় কী

সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে : এফএও

টিভিতে আজকের যত খেলা

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১১

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১২

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

১৪

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

১৫

এক ইলিশ ১০ হাজার টাকা

১৬

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

১৭

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

১৮

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

১৯

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

২০
X