শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে আটকা নগরভবন, বন্ধ সেবা কার্যক্রম

নগর ভবনের গেটে তালা। ছবি : কালবেলা
নগর ভবনের গেটে তালা। ছবি : কালবেলা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মচারীরা। মূল ফটক আটকানোর পাশাপাশি সব বিভাগের গেটে গেটে তালা ঝুলিয়ে রাখা হয়েছে ফলে আজও বন্ধ রয়েছে সব সেবা কার্যক্রম।

বুধবার (২৮ মে) গুলিস্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে সকাল থেকে নগর ভবনের ভেতরের ফটক ও সবুজ চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থক ও করপোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা।

এতে করে আজও বন্ধ আছে নগরভবন কেন্দ্রীক সেবা কার্যক্রম। মূল ফটকে তালা লাগানোর পাশাপাশি নগর ভবনের ফটকগুলোতে এখনও তালা ঝুলছে। সেবাপ্রার্থীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসীর ব্যানারে’ ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন। তাদের আন্দোলনের ফলে গেল ১৫ মে থেকে নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ রয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য খোরশেদ আলম বলেন, দুই দফায় কোর্ট রায় দেওয়া স্বত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। আমরা ইশরাককে মেয়র হিসেবে পেতে চাই। এই দাবিতেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

আন্দোলনে অংশ নেওয়া আরেক কর্মচারী জাহিদুর রহমান বলেন, ঢাকার জনগণ যেমন ইশরাক ভাইকে মেয়র হিসেবে দেখতে চায়, ঠিক তেমনি ডিএসসিসি সব কর্মচারীরাও তাকে মেয়র হিসেবে চায়। গত ১৫ মে থেকে আমরা টানা কর্মসূচি পালন করে আসছি। যে কারণে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ আছে। আমাদের মেয়র, জনগণের মেয়র ইশরাক ভাই দায়িত্ব গ্রহণ করলে, মেয়র হিসেবে বসলে আমরা কাজে ফিরে যাবো। তা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই।

এসময় তারা ‘শপখ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’ এমন স্লোগান দিতে থাকে।

সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, ইশরাক হোসেনকে দায়িত্ব না দিয়ে শুধু সময়ক্ষেপণ করা হচ্ছে। যতই টালবাহানা করা হোক না কেন, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তারা থামবেন না।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। সেসময় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে।

এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাই কোর্টে রিট আবেদন করা হয়। এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত ১৪ মে থেকে আন্দোলন নামেন ইশরাক সমর্থকরা। তাদের আন্দোলনের কারণে ডিএসসিসি নগর ভবন কার্যত অচল হয়ে পড়ে। কিন্তু আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এরপর এ রিট মামলার ওপর মঙ্গল ও বুধবার কয়েক দফা শুনানির পর বৃহস্পতিবার তা খারিজ করে আদেশ দেন হাইকোর্টের বেঞ্চ। এরপর ওইদিন বিকালে শপথ পড়ানোর জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে ফারুককে সরিয়ে দিল এনএসসি, দায়িত্ব নিচ্ছেন বুলবুল

আবারো মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান

‘জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়’

টিআরএনবি’র কর্মশালা / আইসিএক্স বাতিলে অবৈধ ভিওআইপি ও রাজস্ব ফাঁকির আশঙ্কা বিনিয়োগকারীদের

থ্যালাসেমিয়া রোগীদের জন্য রবির রক্তদান কর্মসূচি

রাজধানীতে বৈজ্ঞানিক সম্মেলন বাইউসকন-২০২৫ অনুষ্ঠিত

জলাবদ্ধতা নিরসনে জরুরি ডিএনসিসির কন্ট্রোলরুম স্থাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর রাতে প্রজ্ঞাপন / ফারুকের মনোনয়ন বাতিল, দায়িত্ব নিতে প্রস্তুত বুলবুল

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ

ব্যবসায়ীর হাতের কবজি কাটার অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে 

১০

ছাত্র অধিকার পরিষদের কমিটিতে ছাত্রলীগ নেতা!

১১

নতুন কর্মসূচি দিলেন সরকারি কর্মচারীরা

১২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার পদত্যাগ

১৩

পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

১৪

সেনা অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৯

১৫

মার্কা দেখার দরকার নাই, মানুষ দেখে ভোট দিন : সারজিস

১৬

বালুমহাল ঘুষকাণ্ড, আন্দোলনের মুখে প্রত্যাহার এসিল্যান্ড মামুন

১৭

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসার সুখবর, যোগ্যতা ও শর্তাবলি

১৮

বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

১৯

গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

২০
X