প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশের সড়কে বাইক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (২৯ জুন) ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও মাইক্রোটি জব্দ করেছে পুলিশ।
কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশে আগারগাঁওমুখী সড়কে মোটরসাইকেল ও হাইয়েস গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।’
তিনি আরও বলেন, তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে দুজনেরই বয়স ৩০-এর মধ্যে হবে। মাইক্রোবাস চালক পালিয়ে যান। তবে হাইয়েস মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন