কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

একের পর এক অ্যাম্বুলেন্স করে নেওয়া হচ্ছে আহতদের

অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি : সংগৃহীত
অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের নিয়ে হাসপাতালে একের পর এক অ্যাম্বুলেন্স করে নেওয়া হচ্ছে। কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাম্বুলেন্সে করে, আবার কখনো অন্য প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সে করে শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আকাশ বলেন, ১২০ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগেরই শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। বেশিরভাগেরই বয়স ১৪ থেকে ২০ বছর।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা বল‌ছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার (২১ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে।

এদিকে এ ঘটনা মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। একের পর এক অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে ছোট ছোট শিক্ষার্থীরা। এর সঙ্গে অভিভাবকরা এসে হাসপাতালে ভিড় জমাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল কলেজটির শিক্ষার্থীরাও জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা সড়ক ক্লিয়ার রাখছেন, যেন অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করতে পারে।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, গুরুতর আহত হয়ে হাসপাতালে যারা আসছেন, তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ‌আর যাদের আঘাত এত গুরুত্বপূর্ণ নয়, তাদের এখানে চিকিৎসা দেওয়া হ‌চ্ছে। এ হাসপাতা‌লে ‌এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ব্যাগে করে একটি মরদেহ আনা হয়।

এ ঘটনায় দগ্ধ অন্তত ৫০ জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। যারা সবাই গুরুতর দগ্ধ হয়েছে। এ ছাড়া, উত্তরা এলাকার বিভিন্ন হাসপাতালে আরও বহু দগ্ধ ও আহত শিক্ষার্থী ভর্তি আছে।

এর আগে, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

৩০ পার হলেই খাদ্যাভ্যাস বদলানো জরুরি, জানুন কেন

র‍্যাব সদস্য হত্যার পর প্রকাশ্যে হুমকি শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনের

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

স্কটল্যান্ডকে যে ‘কৌশলে’ বিশ্বকাপ থেকে বাদ করল পাকিস্তান

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি : সালাহউদ্দিন আহমদ

নেতাকর্মীরা দুঃসময়েও পালায়নি, সামনেও পালাবে না : জামায়াত আমির

সিরিয়া থেকে হাজার হাজার বন্দিকে নতুন গন্তব্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

আবেদনময়ী রূপে জয়া

১১

আজ নায়করাজ রাজ্জাকের জন্মদিন

১২

এনসিপির এক শীর্ষ নেতাকে দল থেকে অব্যাহতি

১৩

কমানোর ঘোষণার এক দিন পর স্বর্ণের দামে বড় লাফ

১৪

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ম্যুরালের পুনর্নির্মাণ কাজ শুরু

১৫

পাকিস্তানকে পেয়ে এভাবেই প্রতিশোধ নিল বাংলাদেশ!

১৬

চাঁদপুর-৪ আসনে নির্বাচনী সমন্বয়ক যুবদলের তারেকুর

১৭

বর্ণাঢ্য আয়োজনে ইডেনে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠিত

১৮

শুক্রবার স্বর্ণের দামে নতুন রেকর্ড

১৯

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক আজ

২০
X