রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী জানায়, প্লেন ক্রাশ করে পুরোটাই স্কুলের প্রাইমারি ভবনের উপর পড়েছিল। বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আশপাশের সাইটগুলোও জ্বলে গেছে। আহতদের মধ্যে ছোট বাচ্চারা বেশি। সেখানে কেজি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ছিল। আমার হাতে যে ছিল তার ৯৫ শতাংশ পুড়ে গেছে। আমার সঙ্গে আমার এক ভাগনি ছিল, তার ২০ শতাংশ পুড়েছে। দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসারত আহতদের সঙ্গে আসা মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী এসব কথা বলে।
এ সময় অপর আরেক শিক্ষার্থী জানায়, আহতদের সংখ্যা আনুমানিক ১০০-২০০ তো হবেই। চিকিৎসার জন্য ডাক্তাররা অভিভাবকের সাইন চাচ্ছিল। সে সময় এক গার্ডিয়ানকে ফোন করলে তিনি আমাকে সাইন দিয়ে দিতে বললে আমি সাইন দিয়ে দেই।
এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী।
সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে জনতার বিশাল ভিড়ের সৃষ্টি হয়েছে। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাস্থলের পাশেই মেট্রোরেলের লাইন রয়েছে। এ সময় সেখানে অনেককে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
মন্তব্য করুন