সকাল থেকেই ঢাকার আকাশে ঘোলাটে আর কুয়াশাচ্ছন্ন ভাবের দেখা মিলেছে। এছাড়া সারাদিনের আবহাওয়ায় প্রচণ্ড গরম আর গুমোট ভাব দেখা দিয়েছে। এর ব্যাখ্যা দিয়েছেন আবহওয়াবিদরা।
সকালে এমন আবহাওয়া দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা পরিবর্তন আসে। গুমোট ভাব কিছুটা কমলেও তীব্র ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি। আকাশে কিছু সময়ের জন্য রোদ দেখা গেলেও তা স্বস্তি দিতে পারেনি নগরবাসীকে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এরই মধ্যে ঢাকার কয়েকটি এলাকায় গুমোটভাবও দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, বর্ষাকালে রাতের আকাশ পরিষ্কার থাকলেও সকালে অনেক সময় কুয়াশার মতো ভাব দেখা দিতে পারে। এ কারণেই আজ ভোরে ঢাকায় হালকা কুয়াশা দেখা গেছে।
কেন এমন আবহাওয়া?
আবহাওয়াবিদদের মতে, আজকের ঘোলাটে ও গুমোট আবহাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। এগুলো হলো :
নিচু স্তরের মেঘ (লো ক্লাউড) : সকালে আকাশে নিচু স্তরের মেঘ জমায় আকাশ ঘোলাটে ও স্যাঁতসেঁতে দেখায়।
বায়ুদূষণ : বাতাসে দূষণের মাত্রা বেশি থাকায় আকাশ স্বচ্ছ না হয়ে ধোঁয়াটে হয়ে থাকে।
উচ্চ আর্দ্রতা : বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গুমোট ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, এখন মৌসুমি বায়ুর ক্রান্তিকাল চলছে। এই সময়ে এমন রোদ, মেঘ আর হালকা বৃষ্টির মিশ্র আবহাওয়া স্বাভাবিক। তবে আজকের ঘোলাটে আবহাওয়ায় বায়ুদূষণের প্রভাব স্পষ্ট।
বায়ুদূষণের অবস্থা উদ্বেগজনক
আজ সকাল ১০টার দিকে ঢাকার বায়ু মান সূচক (একিউআই) ছিল ১৭০, যা ‘অত্যন্ত ক্ষতিকর’ হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তালিকায় দূষণের দিক থেকে বিশ্বের ১,২৫৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল তৃতীয়।
সামনে কী আসছে?
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বাতাসে আর্দ্রতার পরিমাণ এখনও অনেক বেশি, যার ফলে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। পাশাপাশি, সাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবারের মধ্যে এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে। তবে এর প্রভাব কতটা হবে, তা এখনও স্পষ্ট নয়।
মন্তব্য করুন