

গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর বেজমেন্টে অবৈধ দোকান নির্মাণকাজে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার অভিযোগ উঠেছে মার্কেট সমিতির বিরুদ্ধে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট আমিনুল ইসলামের নেতৃত্ব এই অভিযানে করপোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এই হামলার ঘটনা ঘটে।
করপোরেশন সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর ব্লক- ‘এ’ (নগর প্লাজা), ‘বি’ (সিটি প্লাজা), ‘সি’ (জাকের প্লাজা)’ বেইজমেন্ট পার্কিং দীর্ঘদিন ধরে অবৈধ দোকান নির্মাণের পায়তারা করছিল মার্কেট সমিতির লোকজন। এর আগে গত ২৭ অক্টোবর মার্কেটের বেজমেন্টের প্রবেশমূখে ত্রিপল দিয়ে ঢেকে রেখে ভিতরে দোকান নির্মাণের চেষ্টা করছিল সমিতির নেতারা।
করপোরেশনের কর্মকর্তারা সে সময় উপস্থিত হয়ে অবৈধ দোকান নির্মাণে বাধা দিলে নির্মাণ কাজ বন্ধ হয়। পরবর্তীতে চলতি সপ্তাহ থেকে ফের অবৈধ দোকান নির্মাণের চেষ্টা করে মার্কেট সমিতি। গত সোমবার এসব দোকান নির্মাণ বন্ধ, অবৈধ দখল উচ্ছেদ করে পার্কিং বিষয়ে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিলগালা করার জন্য করপোরেশনের সম্পত্তি বিভাগ নির্বাহী ম্যাজিস্টেটকে দায়িত্ব প্রদান করে।
ফুলবাড়িয়া সুপার মার্কেট সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্টটের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মার্কেটের বেজমেন্টে উপস্থিত হলে মার্কেট সমিতির নেতারা ও দোকানদাররা মিলে নির্বাহী ম্যাজিস্টেটকে বাধা দেয়। পরে নির্বাহী ম্যাজিস্টেট, করপোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চেয়ার ছুড়ে মারতে থাকে। এ অবস্থায় করপোরেশনের ম্যাজিস্টেট, করপোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মার্কেটের তিনটি ব্লকের বেজমেন্টের ক্যাচিগেটে তালা ঝুলিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে দুপুর ১টার দিকে সরেজমিনে মার্কেটটির ‘এ’ জাকের মার্কেট ও ‘বি’ নগরপ্লাজার বেজমেন্টের প্রবেশপথের ক্যাচিগেট তালাবদ্ধ ও মার্কেটের বাহিরে নির্মাণ সামগ্রী দেখতে পাওয়া গেছে। তবে ব্লক ‘সি’ সিটি প্লাজার প্রবেশপথ সে সময় খোলা ছিল।
এই বিষয়ে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান কালবেলাকে বলেন, ‘মার্কেটের বেজমেন্টে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট উচ্ছেদে গেলে বাঁধা দেওয়ার ঘটনা ঘটে। পরে মার্কেটের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকিগুলোও করা হবে। আপাতত তিনটি মার্কেটের বেজমেন্টের প্রবেশ মূখে তালা দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা ও দোকান নির্মাণে যেসব নির্মাণসামগ্রী সেখানে রাখা হয়েছে আগামীকালকের মধ্যে এসব সামগ্রী তারা সরিয়ে ফেলবে।’
মন্তব্য করুন