কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দো প্যাসিফিকের সমস্যা দৃষ্টিগোচরে শুরু হলো `বে অব বেঙ্গল সম্মেলন'

বে অব বেঙ্গল সম্মেলন শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়। ছবি : সংগৃহীত
বে অব বেঙ্গল সম্মেলন শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়। ছবি : সংগৃহীত

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল সম্মেলন' শুরু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। চলবে সোমবার পর্যন্ত। এটি সিজিএসের দ্বিতীয় সম্মেলন। বিশ্বের ৭৫টি দেশের গবেষক, শিক্ষক, লেখক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিকসহ বিভিন্ন পেশার ২০০ জন বক্তা এতে উপস্থিত থাকবেন। সম্মেলনে ৫০টি অধিবেশন অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে দেশীয় রাজনৈতিক ও বিরোধী দলের কোনো বক্তা থাকবেন না। সম্মেলনের আলোচ্য বিষয় ইন্দো-প্যাসিফিক ইস্যু ও ভূ-রাজনীতি। আয়োজকরা জানান, সম্মেলনে বে অব বেঙ্গল অঞ্চলের দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা-বোঝা, এ অঞ্চলের বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি ও ভূ-রাজনীতি নিয়ে আলোচনা এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

সম্মেলনের উদ্বোধন করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালির সাবেক প্রধানমন্ত্রী ও ক্লাব মাদ্রিদের সদস্য মওসা মারা এবং সিজিএসের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী।

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘বর্তমান সময় খুবই জটিল। সারা পৃথিবীতে যুদ্ধের কারণে দেশ বিভক্ত হচ্ছে। এটা খুবই ভয়ের যে, শান্তি শেষ হয়ে যাচ্ছে। তবে এখনো আশা ও সুযোগ আছে। এই সম্মেলনের মাধ্যমে ইন্দো প্যাসিফিক ইস্যুগুলো আরও ভালোভাবে বোঝা যাবে। এই অঞ্চলের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।’

মালির সাবেক প্রধানমন্ত্রী মওসা মারা বলেন, ‘পৃথিবীতে এখন জোটবদ্ধতা কমে যাচ্ছে। এ কারণে আন্তর্জাতিক সমস্যাগুলো সমাধানে সমস্যা তৈরি হচ্ছে। এসব সমস্যার মধ্যে অন্যতম জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়গুলো। কিছু কিছু দেশ শক্তিশালী হয়ে উঠছে, যারা অন্য দেশগুলোতে তাদের প্রভাব বিস্তার করে চলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য চায়না ও আমেরিকা। তারা নিজেদের মতো করে বিভিন্নভাবে অন্য দেশগুলোকে তাদের আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা কমে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন অংশে গণতন্ত্র চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিভিন্ন সময়ে উত্তেজনা তৈরি হচ্ছে। মৌলবাদ ছড়িয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর একটি সমস্যা তৈরি করেছে। দুঃখের বিষয়—এই যুদ্ধ শেষ হবে না। অন্যদিকে ইউরোপ নামের মহাদেশে কিছু ধনী দেশ আছে, কিন্তু তারা একত্র নয়। তারা নিজেদের মধ্যে বিভিন্নভাবে সমস্যা তৈরি করছে।’

বাংলাদেশসহ ইন্দো প্যাসিফিকের দেশগুলো যেসব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, সেগুলো এই সম্মেলনে দৃষ্টিগোচর করা হবে। মূলত ভারতীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতি নিয়ে আলোচনা করা হবে বিভিন্ন অধিবেশনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইচের নৌকা ডুবে নিহত ২

মার্কিন আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষিত

বায়ুদূষণে চ্যাম্পিয়ন কামপালা, ঢাকার অবস্থান কত

সব সময় ক্লান্ত লাগার ৫ সাধারণ কারণ

পরীক্ষামূলকভাবে আজ শুরু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে : নীরব

১০

ওরিকে স্বামী বললেন জাহ্নবী

১১

ওজন কমানো নিয়ে প্রচলিত কিছু মেডিকেল মিথ

১২

উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১১

১৩

জাতীয় পার্টি নিষিদ্ধ ও কাদেরকে গ্রেপ্তার দাবি লায়ন ফারুকের

১৪

নাফ নদীতে বেপরোয়া আরাকান আর্মি, উপকূলজুড়ে আতঙ্ক

১৫

খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, মিলেছে ৩২ বস্তা টাকা

১৬

এক মঞ্চে কিম, পুতিন ও শি জিনপিং

১৭

ভিন্ন রূপে হানিয়া

১৮

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৯

নাক ডাকা বন্ধ করার ৭ সহজ উপায়

২০
X