কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১২:৫৬ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর নয়াপল্টন

নয়াপল্টনে বিএনপির কেন্দীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের স্লোগান। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের স্লোগান। ছবি : কালবেলা

রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশেকে কেন্দ্র করে মধ্যরাতে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন। ‘কে বলেরে জিয়া নাই, জিয়া ছাড়া উপায় নাই। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।’— বিএনপি কর্মীদের এসব স্লোগানে মুখরিত দলটির নয়াপল্টনের কার্যালয়ের সামনে সড়ক। তাছাড়া বিএনপি নেতাকর্মীদের মঞ্চ তৈরী করতেও দেখা গেছে।

শনিবার (২৮ অক্টোবর) রাতে সরেজমিনে নয়াপল্টনে এ চিত্র দেখা গেছে। রাত সাড়ে বারোটার পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক থেকে দেড় হাজার নেতাকর্মী উপস্থিত থেকে নানা স্লোগান দিতে দেখা গেছে। পাশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের অনেকেই হোটেলে স্থান না পেয়ে রাতে নয়াপল্টনের আশেপাশের রাস্তার ফুটপাতে ঘুমানোর জন্য অবস্থান নিয়েছেন। এমনকি কয়েকজন বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের রাস্তার ফুটপাতে ঘুমাতে দেখা যায়।

রাত যত গভীর হচ্ছে, নেতাকর্মীদের সংখ্যা ততই বাড়ছে।

এর আগে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

তিনি জানান, বিএনপিকে ও আওয়ামী লীগকে ২০ শর্তে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

এ ছাড়া শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। আজ শুক্রবার (২৭ অক্টোবর) ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

এদিকে মহাসমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। তবে আগেই ডিএমপি জানিয়েছিল জামায়াতকে অনুমতি দেওয়া হবে না।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৮ অক্টোবর বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল। এরপর আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় যে, তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র হত্যা মামলার আসামি ইউএনও রাহুল চন্দ ওএসডি 

ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

পুরুষদের নয়, পিতৃতন্ত্রকে অপছন্দ করি : বাঁধন

অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী

সুখবর পেলেন নারীঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ক্রিকেটার

অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ 

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

পর্যটক বাড়াতে বিনামূল্যে বিমানের টিকিট দেবে থাইল্যান্ড

১০

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

১১

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

১২

দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়লেন আমির

১৩

দীর্ঘ বিরতির পর ২৩ আগস্ট আসছে কোক স্টুডিওর ৪র্থ গান

১৪

হবু স্বামীর সঙ্গে কথা বলা কি জায়েজ?

১৫

পরীক্ষা শুরুর আগে হলেই কলেজছাত্রীর মৃত্যু

১৬

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

১৭

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

১৮

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

১৯

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে সমর্থকদের তুমুল মারামারি

২০
X