রাজধানীর ডেমরার চৌরাস্তা এলাকায় দায়িত্বরত অবস্থায় ট্রাকের ধাক্কায় মো. মামুন (৫০) নামের এক ট্রাফিক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে ডেমরা-যাত্রাবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ওই ট্রাকের চালক মো. নীরব বেপারীকে (২৯) আটক করে শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতে পাঠিয়েছে ডেমরা থানা-পুলিশ। নীরব শরীয়তপুরের নড়িয়া থানার চর নড়িয়া গ্রামের বাসিন্দা। এ বিষয়ে ওই রাতেই ডেমরা থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে ডেমরা জোনের ট্রাফিক সার্জেন্ট সায়েদুল আমিন সোহেল বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চৌরাস্তা সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢালে কর্তব্যরত অবস্থায় বালুভর্তি ট্রাক ঢাকা শহরে প্রবেশের সময় মামুন ট্রাকটি থামানোর সংকেত দেন। এ সময় চালক ট্রাকটি না থামিয়ে বেপরোয়া গতিতে ট্রাফিক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য মাথার পেছনে আঘাত পান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন