বিএনপির ডাকা ২৪ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
চার স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিলের স্থানের মধ্যে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুলর সামনে, খিলগাঁও আনসার ক্যাম্পের সামনে থেকে খিলগাঁও পুলিশ ফাঁড়ি, সেগুনবাগিচা ও খিলগাঁও চৌরাস্তায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল হয়।
এসব মিছিলে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাহাবুব ফরাজী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, সহসভাপতি মনির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন