

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অটোরিকশাচালক শাওন হত্যা মামলার আসামি নাঈম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার কলাদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাইম শেখ ভোলার চরফ্যাশন থানার দক্ষিণ মাদরাজ গ্রামের ইয়াকুব আলীর ছেলে। মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ পৌরসভার কলাদী এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাচালক শাওন হত্যা মামলার আসামি নাইম শেখকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর উপজেলার নারায়নপুর রসুলপুর এলাকা অটোরিকশা ছিনতাই করতে গিয়ে অটোচালক শাওনকে হত্যা করে নাঈম।
মন্তব্য করুন