

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের আমতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকছড়ি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম (৪০)। তিনি মুন্সিগঞ্জ গজারিয়া গ্রামের মোহাম্মদ লেয়াকত আলীর ছেলে। অন্যজন মানিকছড়ি ফকিরপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মো. হাফিজ (৩০)। আহত হন- কনস্টেবল আবদুল্লাহ আল নোমান ও মো. ইয়াসিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। উপস্থিত লোকজনের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোনম বড়ুয়া বলেন, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দীন বলেন, পাইন্দং আমতল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন