

খুলনার খালিশপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঈশান নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রাজ নামের আরও একজন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খালিশপুর এলাকার ফেয়ার ক্লিনিকের পাশ দিয়ে বাড়ি ফিরছিল ঈশান ও রাজ। এ সময় অন্ধকারে কিছু দুর্বৃত্ত তার ওপর আকস্মিক হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনা শোনার পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
মন্তব্য করুন