রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে মাজহারুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে নিউমার্কেট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন।
নিউমার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।
মাজহারুল নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দিগোলদি গ্রামের শফিউল্লাহ ভূঁইয়ার ছেলে।
ওসি শফিকুল বলেন, দুপুরে খবর পেয়ে এলিফ্যান্ট রোডের স্টাফ কোয়ার্টারের বাসা থেকে পুলিশ সদস্য মাজহারুলের লাশ উদ্ধার করা হয়। তিনি বাসাটিতে সাবলেট থাকতেন। তার লাশ মেঝেতে পড়ে ছিল। এ সময় ঘরে ঝুলন্ত একটি গামছা দেখতে পান পুলিশ সদস্যরা। বিষয়টি হত্যা না আত্মহত্যা সেটা তদন্তের পর জানা যাবে।
মন্তব্য করুন