ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) রাতে বনানীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (৯ জুন) বনানী থানার সাব-ইন্সপেক্টর গুলশান আরা কালবেলা অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বনানীর একটি বাসা থেকে অর্পিতা শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল কালবেলা অনলাইনকে বলেন, বৃহস্পতিবার (৮ জুন) অর্পিতা শাহরিয়ারের লাশ দাফন করা হয়েছে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে, তার মায়ের কবরে। তিনি কি কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন