রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সোহাগ (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ডেমরার মাতুয়াইলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি মাতুয়াইল এলাকায় থাকতেন।
নিহতের সহকর্মী আতাউর রহমান বলেন, ছয়তলায় টাইলসের কাজ করার সময় হঠাৎ ওপর থেকে নিচে পড়ে যান সোহাগ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে জরুরি বিভাগে মরদেহ রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মন্তব্য করুন