পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মমতাময়ী মা হাসিনা মমতাজ (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মরহুমার জানাজা নামাজ আগামীকাল (সোমবার) বাদ জোহর রাজধানীর ধানমন্ডি ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) পক্ষ থেকে সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী যৌথ শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার পরিবারকে শোক সইবার শক্তি দানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
মন্তব্য করুন