রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গায় যাত্রীবাহী একটি ওয়াটারবাস ডুবে গেছে। আজ রোববার রাত ৮টার দিকে সদরঘাটের তেলঘাট থেকে ওয়াটারবাসটি ছেড়ে বুড়িগঙ্গার দক্ষিণ তীরে কেরাণীগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা হলেও এখনো কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, আজ রাত সোয়া ৮টার দিকে ওয়াটার বাস ডুবির খবর পান তারা। এরপর সেখানে তাদের দুটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে।
সদরঘাট নৌপুলিশ ফাঁড়ি ডিউটি অফিসার এএসআই হাসান আলী জানান, তিশা-৫ নামক একটি বাল্ক হেড ওয়াটার বাসকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও সদরঘাটে দায়িত্ব আনসার সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
মন্তব্য করুন