শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০১:২২ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাতে অংশ নেন মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি : কালবেলা
মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাতে অংশ নেন মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি : কালবেলা

প্রথমবারের মতো মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুন) ঈদের দিন সকাল সাড়ে ৭টায় মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত শুরু হয়। জামাতে অংশ নেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ঈদের জামাত শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে মেয়র মো. আতিকুল ইসলাম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

মেয়র বলেন, প্রথমবারের মতো ডিএনসিসির উদ্যোগে প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। মুসল্লিরা নির্বিঘ্নে সাচ্ছন্দ্যে নামাজ আদায় করেছে। গোলারটেক মাঠটি একটি ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠটি সঠিকভাবে ব্যবহার করা হতো না। জানতে পেরেছি এখানে মাদকাসক্তরা মাদক সেবন করে। এটি হতে দেওয়া হবে না। এই মাঠটি উন্নয়ন করে এখানে খেলাধুলার ব্যবস্থা করা হবে। লাইট লাগিয়ে দিব যেন রাতেও যুবকরা এখানে খেলাধুলা করতে পারে। মাঠটিতে ঈদের জামাত আয়োজন হলে, এর পবিত্রতা রক্ষায় তখন এলাকাবাসী মাঠটি রক্ষা করবে।

প্রতি বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঈদের প্রধান জামাত এই গোলারটেক মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, যত্রতত্র কোরবানির বর্জ্য ফেলবেন না। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে জনগণের সহযোগিতা দরকার। আমরা নগরবাসীকে কাউন্সিলরদের মাধ্যমে পলিব্যাগ, ব্লিচিং পাউডার, স্যাভলন সরবরাহ করেছি। বর্জ্য অপসারণে ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছে। ডিএনসিসির কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী ও আমি নিজে মাঠে আছি। কোরবানির বর্জ্য পলিব্যাগে ভরে নির্দিষ্ট জায়গায় রেখে দিবেন। আমাদের কর্মীরা সংগ্রহ করবে।

তিনি বলেন, নির্ধারিত ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি রয়েছে। নগরবাসীর প্রতি অনুরোধ আমাদের পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা করুন। হট লাইন নম্বর ১৬১০৬ এ ফোন করে বর্জ্যের বিষয়ে তথ্য জানাবেন। কন্ট্রোল রুম থেকে ব্যবস্থা নিবে।

ঈদের জামাতে ইমামতি করেন মিরপুর বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মুফতি এমদাদুল্লাহ।

ডিএনসিসির প্রধান জামাতে অংশ নেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খান নিখিল, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, ডিএনসিসির কাউন্সিলর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১০

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১১

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১২

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৩

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

১৪

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

১৫

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

১৬

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

১৭

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

১৮

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

১৯

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

২০
X