জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কালবেলার নবযাত্রার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালবেলা দর্শক ফোরাম কুয়েতের সভাপতি ফখরুল ইসলাম কায়েস।
কালবেলার কুয়েত প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক পাভেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ।
আরও উপস্থিত ছিলেন আর টিভির কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন, মাই টিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, ৭১ টিভির কুয়েত প্রতিনিধি সাদেক রিপন, যমুনা টিভির কুয়েত প্রতিনিধি হেবজু মিয়া, জাগো নিউজের কুয়েত প্রতিনিধি জিসান মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, দৈনিক কালবেলার পত্রিকা অল্প সময়ে জনপ্রিয় ও পাঠকনন্দিত হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে পত্রিকাটি। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছে অনলাইন, মাল্টিমিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে জনপ্রিয়। আগামীতেও সততা, নিষ্ঠা, পক্ষপাতমুক্ত এবং পেশাদারত্বের সঙ্গে কালবেলা কাজ করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন