নরসিংদীর রায়পুরায় দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
রায়পুরা প্রেস ক্লাবে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কালবেলার প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়। ক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় কালবেলা রায়পুরা উপজেলা প্রতিনিধি এনামুল হক রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং রায়পুরার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক। অনুষ্ঠানে আগত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও আরও সাফল্য কামনা করেন। আলোচনা পর্ব শেষে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
মন্তব্য করুন