ঝালকাঠিতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) ঝালকাঠি প্রেস ক্লাব হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরান।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী খলিলুর রহমান, জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি এস এম রাজ্জাক হোসেন পিন্টু, কালের কণ্ঠ ও এন টি ভির স্টাফ রিপোর্টার ও প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সবুজ, দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক ও ডি বি সি নিউজ জেলা প্রতিনিধি প্রেস ক্লাব সদস্য অলোক সাহা, ঝালকাঠি বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ জেলা প্রতিনিধি রেজাউল করিম, জেলা ভোরের ডাক প্রতিনিধি মো. উজ্জ্বল রহমানসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি সাংবাদিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালবেলা ঝালকাঠি প্রতিনিধি মো. সামীর আল মাহমুদ।
মন্তব্য করুন