চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এ আসনের ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ইতোমধ্যে চট্টগ্রাম নগরের ষোলশহরের বন গবেষণাগার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে এবং কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো ছিল। সকাল থেকেই এ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের অনেক বেশি সমর্থক দেখা গেলেও অন্য কোনো দলের সমর্থকদের দেখা যায়নি।
সকাল ৮টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসেন। এ বিদ্যালয়ের একাডেমিক ভবনের পুরুষ ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ১২৮ জনের। এদিকে প্রশাসনিক ভবনের মহিলা ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ৩ হাজার ৩৭২ জন। এর মধ্যে এখন পর্যন্ত ২২ জন ভোট দিয়েছেন।
ভোট দিতে আসা ৭২ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী বলেন, সকালে একটু ভিড় কম হয়। তাই সকালে এসে ভোট দিয়ে দিয়েছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগছে।
পুরুষকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আলমগীর বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩৯১৭ জন।
সরেজমিনে দেখা গেছে, মুরাদপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোটারের উপস্থিতি খুবই কম। এ সময়ে কর্মীদের নিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমকে কেন্দ্রের সামনে অবস্থান নিতে দেখা যায়। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুশফিকুর রহমান চৌধুরী কালবেলাকে বলেন, এ মহিলা কেন্দ্রে মোট ভোটার ২৮০৪ জনের মধ্যে ৭টি বুথে ২৬ জনের ভোটগ্রহণ করা হয়েছে।
এদিকে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, একাডেমিক ভবন ২-এর নিচতলা ও দ্বিতীয় তলায় পুরুষ ও মহিলা ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০০৩ জনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ৬২ জনের। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ২.০৬ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।
একাডেমিক ভবন ২ এর তৃতীয় ও চতুর্থ তলার পুরুষ ভোটকেন্দ্রে দেখা গেছে, এ কেন্দ্রে মোট ২৪৩২ জন ভোটারের মধ্যে ৬টি বুথে ১.২৩ শতাংশ ভোটগ্রহণ করা হয়েছে। বিষটি নিশ্চিত করেছেন প্রিসাইডিং অফিসার ইমাম হোসেন।
একাডেমিক ভবন ১ এ তৃতীয় তলায় মহিলা ভোটকেন্দ্রে ৯টি বুথে ১.৭১ শতাংশ ভোটগ্রহণ করা হয়েছে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৪৯৬ জনের মধ্যে ৬৩ জনের ভোটগ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে বিজিবি, র্যাবের টহল দল ও পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য, ডিবি পুলিশ মোতায়েন রয়েছে। ভোট শুরুর পর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন