চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১২:৫৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম-১০ উপনির্বাচন

 বন গবেষণাগার বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম 

চট্টগ্রাম নগরের ষোলশহরের বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরের ষোলশহরের বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এ আসনের ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইতোমধ্যে চট্টগ্রাম নগরের ষোলশহরের বন গবেষণাগার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে এবং কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো ছিল। সকাল থেকেই এ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের অনেক বেশি সমর্থক দেখা গেলেও অন্য কোনো দলের সমর্থকদের দেখা যায়নি।

সকাল ৮টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসেন। এ বিদ্যালয়ের একাডেমিক ভবনের পুরুষ ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ১২৮ জনের। এদিকে প্রশাসনিক ভবনের মহিলা ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ৩ হাজার ৩৭২ জন। এর মধ্যে এখন পর্যন্ত ২২ জন ভোট দিয়েছেন।

ভোট দিতে আসা ৭২ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী বলেন, সকালে একটু ভিড় কম হয়। তাই সকালে এসে ভোট দিয়ে দিয়েছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগছে।

পুরুষকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আলমগীর বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩৯১৭ জন।

সরেজমিনে দেখা গেছে, মুরাদপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোটারের উপস্থিতি খুবই কম। এ সময়ে কর্মীদের নিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমকে কেন্দ্রের সামনে অবস্থান নিতে দেখা যায়। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুশফিকুর রহমান চৌধুরী কালবেলাকে বলেন, এ মহিলা কেন্দ্রে মোট ভোটার ২৮০৪ জনের মধ্যে ৭টি বুথে ২৬ জনের ভোটগ্রহণ করা হয়েছে।

এদিকে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, একাডেমিক ভবন ২-এর নিচতলা ও দ্বিতীয় তলায় পুরুষ ও মহিলা ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০০৩ জনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ৬২ জনের। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ২.০৬ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

একাডেমিক ভবন ২ এর তৃতীয় ও চতুর্থ তলার পুরুষ ভোটকেন্দ্রে দেখা গেছে, এ কেন্দ্রে মোট ২৪৩২ জন ভোটারের মধ্যে ৬টি বুথে ১.২৩ শতাংশ ভোটগ্রহণ করা হয়েছে। বিষটি নিশ্চিত করেছেন প্রিসাইডিং অফিসার ইমাম হোসেন।

একাডেমিক ভবন ১ এ তৃতীয় তলায় মহিলা ভোটকেন্দ্রে ৯টি বুথে ১.৭১ শতাংশ ভোটগ্রহণ করা হয়েছে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৪৯৬ জনের মধ্যে ৬৩ জনের ভোটগ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে বিজিবি, র‍্যাবের টহল দল ও পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য, ডিবি পুলিশ মোতায়েন রয়েছে। ভোট শুরুর পর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির সঙ্গে ছবি তুলতে লাগবে প্রায় ১০ লাখ রুপি

ছেলের ইটের আঘাতে মায়ের মাথায় ১৭ সেলাই

তপশিল ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : জামায়াত

ঘোষিত তপশিলকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন 

তপশিলকে স্বাগত বাংলাদেশ খেলাফত মজলিসের

উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা

শিশু সাজিদকে যেভাবে পেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা

শিশু সাজিদ জীবিত উদ্ধার হলো যেভাবে

‘অপমানবোধ করছেন’, সরে যেতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন : রয়টার্স

শিশু সাজিদকে জীবিত উদ্ধার

১০

নতুন দায়িত্ব পেলেন আসিফ নজরুল

১১

ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো, বড় ক্ষতির মুখে মোদি

১২

নতুন করে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রিজওয়ানা হাসান

১৩

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুমতি মেলেনি

১৪

চাকরি স্থায়ী করার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

১৫

ভীতিমুক্ত ভোটার প্রভাবমুক্ত প্রশাসন এখনো দৃশ্যমান নয় : ড. দেবপ্রিয়

১৬

৩১ ঘণ্টা ধরে শিশু সাজিদের অপেক্ষায় মা

১৭

তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা

১৮

ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়া গুরুত্বপূর্ণ যেসব কারণে

১৯

৩ উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন?

২০
X