চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাওনা আদায়ে এস আলমের বাসায় ব্যাংকাররা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৫৭/এ ‘এস আল হাউস’-এর সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের ১১টি শাখার প্রায় ১০০ কর্মকর্তা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা বলেন, ব্যাংকের কাজ হলো গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট নিয়ে অন্যত্র বিনিয়োগ করা। আর বিনিয়োগের টাকা সময়মতো আদায় করা। যদি বিনিয়োগের টাকা সময়মতো আদায় করতে না পারি, তাহলে যারা ডিপোজিট করেছে তাদের টাকা সময়মতো ফেরত দিতে পারি না। ফলে আমাদের একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। সংকট সমাধানে আমাদের সবচেয়ে বড় গ্রাহক এস আলম গ্রুপ এবং এই গ্রাহক সংশ্লিষ্ট যে বিনিয়োগগুলো আছে তা আদায়ের জন্য প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।

বিনোয়োগের সময় যাচাই-বাছাই ছাড়া বিনিয়োগ করা প্রসঙ্গে এ কর্মকর্তা বলেন, পরিস্থিতি অনুকূলে না থাকায় তখন যাচাই করে বিনিয়োগ করা সম্ভব হয়নি। ম্যানেজার কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিকভাবে যাচাই-বাছাই করার সুযোগ ছিল না।

আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেইন চৌধুরী বলেন, ব্যাংক তো ডিপোজিট এবং বিনিয়োগের কাজ করে। আমাদের ডিপোজিটের একটা বড় অংশ আমরা বিনিয়োগ করে ফেলেছি। আমাদের এক্স চেয়ারম্যান স্যারের প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কাছে আমাদের ব্যাংকের একটা বড় বিনিয়োগ আছে। সেটা আদায়ে আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে এখানে অবস্থান নিয়েছি।

আরেক কর্মকর্তা বলেন, গ্রাহকরা যখন জানতে পেরেছেন তাদের টাকাগুলো সুরক্ষিত নয়, তখন তারা একসঙ্গে এসে ডিপোজিট উঠিয়ে নেওয়ার জন্য চাইছেন। কিন্তু একসঙ্গে এত টাকা কোনো ব্যাংকের পক্ষে ফেরত দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংক একটি উদ্যোগ নেওয়ার ফলে কিছু টাকা ফেরত দিতে পেরেছি। তবে বড় অঙ্কের খেলাপিগুলো আদায়ে আমরা এখানে অবস্থান নিয়ে একটি বার্তা দিচ্ছি।

জুবিলী রোড শাখার ব্যবস্থাপক আনোয়ারুল আলম বলেন, ডিপোজিটারদের টাকা নিয়ে আমরা বিনিয়োগ করেছি। তাদের টাকা ফেরত দেওয়ার দায়বদ্ধতার কারণেই আমরা এখানে দাঁড়িয়েছি। ফেরত দেওয়ার দায়বদ্ধতা থেকে অবস্থান নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা না পেয়ে নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ

সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মরার জন্য প্রস্তুত হ’ লিখে হুমকি

মধুমতীর ভাঙনে বিলীন তিন গ্রামের রাস্তা

‘কোনো কেন্দ্রে একটিও ভোট না পড়া ইলিয়াস আলীর প্রতি সম্মান’

এটি এখন থেকে ‘আমেরিকা উপসাগর’

এসএসসি ১৯৯৮ ফ্রেন্ডস গ্রুপ ফাউন্ডেশন ডে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বিয়ের মেহেদীর রঙ মোছার আগেই প্রাণ গেল রাকিবের

অর্থনীতি, গাজা ও রাশিয়া ইস্যুতে তৎপর ট্রাম্প

সিলেট বারে বিএনপির ভরাডুবি, ৪ নেতাকে শোকজ

যুদ্ধ থামাতে প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

১০

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

১১

কোন দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

১২

‘জয় বাংলা’ আ.লীগের পৈত্রিক সম্পত্তি না : আলাল

১৩

আ.লীগের দুঃশাসন এখনো মনে দাগ কাটে : এ্যানি

১৪

কাদের জীবনে বিপদ আনছেন ট্রাম্প

১৫

ঢাবিতে আবারও আঁকা হলো সিরাজ সিকদারের গ্রাফিতি

১৬

নিশ্চিত থাকেন আমরা আপনাকে সমর্থন করব : ড. ইউনূসকে জার্মান চ্যান্সেলর

১৭

‘আগে গণহত্যার বিচার, পরে আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন’

১৮

গুলশান থানার ওসিকে বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভ

১৯

জুলাই বিপ্লবের কেউ একক কৃতিত্ব দাবি করলে জনগণ ছেড়ে দেবে না : জুয়েল

২০
X