চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাওনা আদায়ে এস আলমের বাসায় ব্যাংকাররা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৫৭/এ ‘এস আল হাউস’-এর সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের ১১টি শাখার প্রায় ১০০ কর্মকর্তা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা বলেন, ব্যাংকের কাজ হলো গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট নিয়ে অন্যত্র বিনিয়োগ করা। আর বিনিয়োগের টাকা সময়মতো আদায় করা। যদি বিনিয়োগের টাকা সময়মতো আদায় করতে না পারি, তাহলে যারা ডিপোজিট করেছে তাদের টাকা সময়মতো ফেরত দিতে পারি না। ফলে আমাদের একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। সংকট সমাধানে আমাদের সবচেয়ে বড় গ্রাহক এস আলম গ্রুপ এবং এই গ্রাহক সংশ্লিষ্ট যে বিনিয়োগগুলো আছে তা আদায়ের জন্য প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।

বিনোয়োগের সময় যাচাই-বাছাই ছাড়া বিনিয়োগ করা প্রসঙ্গে এ কর্মকর্তা বলেন, পরিস্থিতি অনুকূলে না থাকায় তখন যাচাই করে বিনিয়োগ করা সম্ভব হয়নি। ম্যানেজার কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিকভাবে যাচাই-বাছাই করার সুযোগ ছিল না।

আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেইন চৌধুরী বলেন, ব্যাংক তো ডিপোজিট এবং বিনিয়োগের কাজ করে। আমাদের ডিপোজিটের একটা বড় অংশ আমরা বিনিয়োগ করে ফেলেছি। আমাদের এক্স চেয়ারম্যান স্যারের প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কাছে আমাদের ব্যাংকের একটা বড় বিনিয়োগ আছে। সেটা আদায়ে আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে এখানে অবস্থান নিয়েছি।

আরেক কর্মকর্তা বলেন, গ্রাহকরা যখন জানতে পেরেছেন তাদের টাকাগুলো সুরক্ষিত নয়, তখন তারা একসঙ্গে এসে ডিপোজিট উঠিয়ে নেওয়ার জন্য চাইছেন। কিন্তু একসঙ্গে এত টাকা কোনো ব্যাংকের পক্ষে ফেরত দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংক একটি উদ্যোগ নেওয়ার ফলে কিছু টাকা ফেরত দিতে পেরেছি। তবে বড় অঙ্কের খেলাপিগুলো আদায়ে আমরা এখানে অবস্থান নিয়ে একটি বার্তা দিচ্ছি।

জুবিলী রোড শাখার ব্যবস্থাপক আনোয়ারুল আলম বলেন, ডিপোজিটারদের টাকা নিয়ে আমরা বিনিয়োগ করেছি। তাদের টাকা ফেরত দেওয়ার দায়বদ্ধতার কারণেই আমরা এখানে দাঁড়িয়েছি। ফেরত দেওয়ার দায়বদ্ধতা থেকে অবস্থান নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টার কোচের চোখে ফাইনালের টিকিট আটকে আছে কার পায়ে?

বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

খালেদা জিয়াকে নিয়ে সারজিসের স্ট্যাটাস

আরও ৪ মামলায় গ্রেপ্তার চিন্ময় দাস

টানা তিন দিনের হামলা, সুদানে বন্দরনগরীতে ভয়াবহ বিস্ফোরণ

পেদ্রির প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কিংবদন্তি

১৭ বছর পর দেশে ফিরলেন জুবাইদা রহমান

বিশ্লেষণ / হটস্পট রাখাইনে ফ্রোজেন কনফ্লিক্ট : ঝুঁকির কারণ ও বাস্তবতা

আর্সেনালের খেলোয়াড়দের জীবন বাজি রাখতে বললেন আর্তেতা

উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা

১০

আঙুর চাষে স্বপ্ন বুনছেন প্রবাসী কামরুজ্জামান

১১

সড়কে এখনও বন্যার ক্ষত, ৮ মাসেও হয়নি সংস্কার 

১২

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়া হয়’

১৩

জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নই আঞ্চলিক শান্তির চাবিকাঠি: পাকিস্তান

১৪

ভুট্টার ফলন ভালো, দামে খুশি কৃষক 

১৫

বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানালেন মির্জা ফখরুল

১৬

ধোনিকে ‘আনক্যাপড’ দেখাতে নিয়ম বদল, প্রশ্ন গাভাস্কারের

১৭

খালেদা-তারেক জিয়াকে হত্যার ষড়যন্ত্রকারীরা এখন নির্বাসিত : আলাল 

১৮

ট্রাকচাপায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

ফিরোজার পথে খালেদা জিয়া

২০
X