চীনের তৈরি ১০ চাকা বিশিষ্ট পাঁচটি কংক্রিট মিক্সারসহ এবার ৫৮ লট পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত অনলাইনে নিলামে অংশ নিতে পারবেন আগ্রহী বিডাররা। গত ১৯ আগস্ট থেকে দরপত্র দাখিল শুরু হয়।
নিলামে তোলা এসব পণ্য ২১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত বিডারদের প্রদর্শনের জন্য সুযোগ রেখেছে কাস্টমস। যাতে আগ্রহী বিডাররা নিলামযোগ্য পণ্যের অবস্থা, গুণগত মান দেখে নিলামে অংশ নিতে পারেন।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, নিলামে তোলা চীনের তৈরি ১০ চাকা বিশিষ্ট পাঁচটি কংক্রিট মিক্সার গাড়ি ২০২২ মডেলের হলেও আমদানি করা হয় ২০২৩ সালে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এসব গাড়ির প্রত্যেকটির সংরক্ষিত দাম ধরেছে ৭৫ লাখ ৯১ হাজার ৪৯১ টাকা।
এ ছাড়া নিলামে তোলা হয়েছে- ক্যাপিটাল ইক্যুইপমেন্ট, থিনার, ফেব্রিক্স, ফিনিশিং এজেন্ট, অ্যালুমিনাস সিমেন্ট, এয়ার কন্ডিশনার পার্টস, পেট্রি ডিশ, চেস্ট ফ্রিজার বডি, সোয়েটার, রেফ্রিজারেটর পার্টস ও চিনিগুঁড়া সুগন্ধি চাল।
জানা যায়, ক্যাপিটাল ইক্যুইপমেন্টের সংরক্ষিত দাম ধরেছে ২৫ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ৪৯১ টাকা। থিনারের মূল্য ধরা হয়েছে ৭৯ লাখ ৫১ হাজার ২৬৫ টাকা।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসে নিলাম শাখার সহকারী কমিশনার মো. সাকিব হোসেন। তিনি জানিয়েছেন, এসব পণ্য দীর্ঘদিন ধরে অখালাস অবস্থায় বন্দরে পড়ে রয়েছে। চট্টগ্রাম বন্দরের কনটেইনার রাখার জায়গা উন্মুক্ত করার জন্য আমরা নিয়মিত নিলামের আয়োজন করছি। এ ছাড়া বিশেষ করে যেসব পণ্য পচনশীল সেগুলো আমরা প্রকাশ্য নিলামে বিক্রির মাধ্যমে ইয়ার্ড খালি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় এবার আরও ৫৮ লট পণ্য নিলামে তোলা হচ্ছে।
মন্তব্য করুন