

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে রোমস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল এ দিনের মূল আকর্ষণ।
দূতাবাসের রাষ্ট্রদূত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী।
আলোচনা পর্বে রাষ্ট্রদূতসহ উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ, সাংবাদিক ও তরুণ প্রজন্ম স্বাধীনতার গুরুত্ব ও প্রবাসীদের ভূমিকা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরে প্রবাসী শিশু-কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শেষ হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল অংশগ্রহণ বিজয় দিবসের গৌরবকে আরও প্রাণবন্ত করে তোলে।
মন্তব্য করুন