বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার জশনে জুলুছে পীর সাবির শাহ

ঢাকায় বর্ণাঢ্য র‌্যালি (জুলুছ) করেছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখা। ছবি : কালবেলা
ঢাকায় বর্ণাঢ্য র‌্যালি (জুলুছ) করেছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখা। ছবি : কালবেলা

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ১৫০০তম শুভাগমনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখা প্রতি বছরের মতো এক বর্ণাঢ্য র‌্যালি (জুলুছ) করেছে।

আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, পীরে বাঙ্গাল, হজরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী)’র নেতৃত্বে এ জুলুছে লক্ষ লক্ষ আশেকে-রাসুলগণের অংশগ্রহণে হাতে কলেমা খচিত বিভিন্ন রং-বেরংয়ের পতাকা নিয়ে ইয়া নবী সালাম আলাইকা, মুস্তফা জানে রহমত ও ইসলামিক সঙ্গীত নতুন আবহ তৈরি করে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগরীর মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, মোহাম্মদপুর পোস্ট অফিস মোড় হয়ে মোহাম্মদপুর টাউন হল, বাস স্টান্ড, নুরহাজান রোড, কেন্দ্রীয় কলেজ মোড় ঘুরে শিয়া মসজিদ, রিং রোড, আদাবর সম্পা মার্কেট থেকে ইউটার্ন নিয়ে সাফরা মসজিদ টিক্কাপাড়া হয়ে মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসায় গিয়ে বিশাল মাহফিলে পরিণত হয়।

এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদা হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী) এবং সাহেবজাদা হুজুর কেবলা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী)।

কাদেরিয়া মাদ্রাসা ময়দানে জুলুছোত্তর নুরানী মাহফিলে আল্লামা পীর সৈয়দ সাবির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী) বক্তব্যে বলেন, আল্লাহ পাকের নিয়ামতসমূহের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হাবিবের সৃজন। তার সৃজনে ধন্য করেছেন সমগ্র সৃষ্টি জগৎকে। যার সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না (আল হাদিস)। আমি আপনাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহর রহমত ও করুনা প্রাপ্তির কারণে খুশি উদ্‌যাপন করা সব সঞ্চিত এবাদত হতেও উত্তম এবং নবিজির শুভ জন্ম সংবাদে দাসীকে মুক্ত করে আনন্দ বহিঃপ্রকাশ করায় আবু লাহাবের মত অভিশপ্ত কাফেরও প্রতি সোমবার ভয়াবহ শাস্তি হতে কিছুটা পরিত্রাণ পায়। একজন কাফের হয়েও মিলাদুন্নবী অর্থাৎ নবীর (সা.) জন্ম উপলক্ষে খুশী প্রকাশের কারণে আবু লাহাব যদি আল্লাহর এমন করুণা লাভ করে, তবে আমরা কেন এ মহান নেয়ামত থেকে বঞ্চিত হব?

মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আনজুমানের চেয়ারম্যান হাজি মোহাম্মদ শহীদ উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা আনজুমানের সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান।

মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আনজুমানের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, সদস্য সাদেক হোসেন (পাপ্পু), মুখপাত্র এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, ঢাকা আনজুমানের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালেক বুলবুল, অ্যাসিসটেন্ট সেক্রেটারি আলহাজ এস এম গোলাম কিবরিয়া, অর্থ-সম্পাদক আলহাজ শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, সদস্য হাজী নুরুল আমিনসহ ঢাকা আনজুমান ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের লক্ষ লক্ষ নবিপ্রেমিক।

মাহফিলে ঈদ-এ-মিলাদুন্নবীর (সা.) তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মুফতী মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী, মাওলানা মুনিরুজ্জামান, মুফতী মাহমুদুল হাসানসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। মাহফিল পরিচালনা করেন উপাধ্যক্ষ মুফতী আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।

মাহফিলে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা গঠনে প্রিয় নবীর (সা.) আদর্শিক চেতনার বিকল্প নেই। যেখানে অশান্তি, জঙ্গিবাদ উপস্থিত তার বিপরীতে প্রিয় হাবিবের দর্শনই যথেষ্ট। সর্বত্র রাসুলের (সা.) দর্শন থেকে যোজন দূরে থাকার কারণে মানুষ পথভ্রষ্ট হচ্ছে। অশান্তি, অন্যায়ে ভরপুর আরব জাহানকে শান্তির নীড় তৈরিতে হাবিবের প্রচেষ্টা কখনো ব্যর্থ হয়নি। সর্বত্র যিনি সফল তিনি হলেন আমাদের নবী (সা.)। সুতরাং যিনি সফলতার চাবিকাঠি, তাঁর অনুস্মরণই সকল সমস্যার সমাধান নিহিত।

জুলুছের যৌক্তিকতা তুলে ধরে বক্তারা আরও বলেন, নবী করিম (সা.) এ ধরায় আবির্ভাব মুহূর্তে জিব্রাইলের (আ.) নেতৃত্বে অসংখ্য ফেরেশতা জুলুসসহ মারহাবা ধ্বনিতে ধরায় অবতরণ এবং নবীকরিম (সা.) হিজরত করে মদীনা উপকণ্ঠে পৌঁছালে সানিয়াতিলবেদা নামক স্থানে মদীনাবাসীগণ জুলুছ সহকারে সালাত সালাম ও সংবর্ধনা জ্ঞাপনের অনুকরণে আমরা যদি রবিউল আউয়াল মাসে নবীজির সম্মানে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালন করি তাহলে অবশ্যই আমরা আল্লাহর অনুগ্রহ ও নেয়ামত প্রাপ্ত হব।

রাসুলে করিম (সা.) -এর ৩৯তম বংশধর কাদেরিয়া ত্বরিকতের উজ্জল নক্ষত্র যুগ শ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব পাকিস্তান ছিরিকোট দরবার শরীফ এর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রাহ.)- এর নির্দেশে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে ১৯৭৪ সালে এদেশে সর্ব প্রথম জশনে জুলুছের প্রবর্তনের পরে তারই ধারাবাহিকতায় পবিত্র রবিউল আউয়াল মাসে হুজুরে করিম (সা.) এর এ ধরায় শুভাগমনকে স্মরণ করে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে প্রতি বছর ৯ রবিউল আউয়াল ঢাকা মহানগরীতে এবং ১২ রবিউল আউয়াল চট্টগ্রাম বন্দর নগরীতে জাক-জমক ও যথাযোগ্য মর্যাদার এর সহিত জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। পরবর্তীতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধর্মীয় সংস্থা ও সিলসিলার পীর মাশায়েখদের উদ্যোগে সমগ্র বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জশনে জুলুছ ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন শুরু হয়।

পরিশেষে খতমে গাউসিয়া ও মিলাদ শরীফ সমাপনান্তে বাংলাদেশসহ সমস্ত মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপনের বিষয়ে বাংলাদেশ-পাকিস্তানের ফলপ্রসূ মতবিনিময়

রাজকীয় আসনে বসে শহর ঘুরলেন ‘ক্ষুদে খালেদা জিয়া’

অভিবাসীদের ফেরত পাঠাতে এককাট্টা ইউরোপের ৩ দেশ

সুস্থতা নিশ্চিতে প্রয়োজন সঠিক জীবনযাপন ও খাদ্যাভাস পরিবর্তন

খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশ্ব দূরপাল্লার সাঁতারে বাংলাদেশের ৬ পদক

জলদস্যুদের গুলিতে আহত জেলের মৃত্যু

ওয়ার্ল্ড আরচারির সম্মাননা পেলেন চপল

আর কোনো বাঁধাই নির্বাচনী ট্রেন থামাতে পারবে না : বাচ্চু

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বিশ্বের রোল মডেল : বিপ্লব

১০

নড়াইলে শুরু হতে যাচ্ছে কিউট জেলা হ্যান্ডবল লিগ

১১

নদীপাড়ের মাটি কেটে রাস্তা নির্মাণ, বাধা দেওয়ায় প্রশাসককে হুমকি

১২

গাজীপুরে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

১৩

পুঁজিবাজারে বড় কোম্পানি আনার সিদ্ধান্তে ডিবিএর অভিনন্দন

১৪

ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা দেশের শত্রু : জুয়েল

১৫

স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশনের গ্রুপ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত

১৬

বিএনপির হাতেই এ দেশ নিরাপদ : ফয়সল চৌধুরী

১৭

সামাজিক সুরক্ষা কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে : উপদেষ্টা শারমীন  

১৮

আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ নিয়ে যা বললেন স্কালোনি

১৯

পাকিস্তানকে বিশেষ প্রতিশ্রুতি দিলেন পুতিন

২০
X