চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কামরুল হুদা দুদকের সহকারী উপপরিদর্শক হিসেবে কুমিল্লা জেলায় কর্মরত। কামরুল হুদাকে রোববার (২৪ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা।
জানা গেছে, পাঁচলাইশ থানা এলাকায় শনিবার রাতে বিমল ধর নামের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করেন অভিযুক্ত কামরুল হুদা। এ সময় তিনি বিমল ধরকে মামলার ভয়ভীতি দেখান। তাৎক্ষণিক পুলিশকে খবর দেন বিমল কান্তি ধর।
এ অভিযোগের ভিত্তিতে ওই দুদক কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিমল কান্তি ধর নগরের হাজারী গলি এলাকার স্বর্ণ ব্যবসায়ী।
পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা কালবেলাকে বলেন, ‘কামরুল হুদাকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার এক স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।’
মন্তব্য করুন