চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে চালক সোহেল (৩৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার ফৌজদারহাট বায়েজিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
প্রাইভেটকার চালক সোহেল সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার মৃত তৌহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, নিজ বাড়ি থেকে গাড়ি চালিয়ে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়ক এলাকা অতিক্রমের সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক সোহেল মাথায় গুরুতর আঘাত পান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া কালবেলাকে জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন