চট্টগ্রামে মাদক মামলায় এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ ভূঞা আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তির নাম মো. মহসিন (৩৪)। তিনি ফটিকছড়ি বদিউদ্দিন মৌলভির বাড়ির মৃত শামছুল আলমের ছেলে। রায় ঘোষণার সময় মো. মহসিন আদালতে উপস্থিত ছিলেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী রায়ের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৭-এর একটি দল ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরিফ এলাকা থেকে মো. মহসিনকে ১৯২ বোতল এসকাফ সিরাপসহ আটক করে। এ ঘটনায় র্যাব ৭ এর তৎকালীন ডিএডি মো. আবুল কাশেম বাদী হয়ে পরের দিন ফটিকছড়ি থানায় মাদক আইনে মামলা করেন। একই বছরের ৩১ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এই মামলায় ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
মন্তব্য করুন