জানুয়ারির সাত তারিখের ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণসহ গণসংযোগের কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিএনপি। শনিবার (২৩ ডিসেম্বর) নগর ও জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতারা গণসংযোগ করে সাধারণ মানুষকে নির্বাচন বর্জন করার আহ্বান জানান তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘আসন ভাগাভাগির নির্বাচন’ আখ্যা দিয়ে চট্টগ্রাম নগর বিএনপির মুখপাত্র ইদ্রিস আলী কালবেলাকে বলেন, এ নির্বাচন দেশের জণগণ মানে না। এটা হচ্ছে আসন ভাগাভাগির নির্বাচন। সরকার নিজেরাই নির্বাচন করছে। খেলোয়াড়, রেফারি, মাঠ, ক্লাব সবই তাদের নিজেদের।
ইদ্রিস আলী আরও বলেন, জাতীয় পার্টির মহাসচিবের নির্বাচনী পোস্টারে আওয়ামী লীগ সমর্থিত লেখা হয়েছে। ফেনী-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পোস্টারে বঙ্গবন্ধু ও এরশাদের ছবি দেওয়া হয়েছে। দেশের মানুষ এই নির্বাচন বর্জন করবে।
অসহযোগ আন্দোলনের সমর্থনে দুপুরে নগরের আন্দরকিল্লা, বক্সিবিট, পাঠানটুলী সুপারিওয়ালা পাড়া, পাহাড়তলী, হালিশহর বসুন্ধরা আবাসিক, কে ব্লক কাঁচাবাজার, বন্দর, পাহাড়তলী বিটাক বাজার, আতুরার ডিপু, আমিন শিল্প, আগ্রাবাদ চৌমুহনী, চকবাজার কাঁচা বাজার, চান্দগাঁও নাজীর পাড়া, মুরাদপুর এলাকাসহ বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিতরণসহ গণসংযোগ করেছে বিএনপি।
এ ছাড়া গণসংযোগ প্রচারপত্র বিতরণ কর্মসূচির পর অবরোধের সমর্থনে নগরের এ কে খান মোড় ও ইস্পাহানি রেল গেট এলাকায় নগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের নেতৃত্বে মশাল মিছিলও করা হয়।
মন্তব্য করুন