চট্টগ্রাম নগরে ২২ বছর পর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. সালাহ উদ্দিন (৪৮)। তিনি মীরসরাই থানার ডোমখালী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭। বৃহস্পতিবার তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার কালবেলাকে জানান, সালাউদ্দিনের বিরুদ্ধে মীরসরাই থানার দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২২ বছর সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গত বুধবার গোপন খবর পেয়ে কালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সে দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে।
মন্তব্য করুন