সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৫:০২ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার পক্ষে কাজ করায় শত শত নেতাকর্মী ঘরছাড়া : নদভী 

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। ছবি : কালবেলা
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করায় ২৫ জন নেতাকর্মীর ওপর গুরুতর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।

তিনি বলেছেন, নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় শত শত নেতাকর্মী এখন এলাকায় যেতে পারছেন না। সবাই ঘর ছাড়া। নির্বাচন পরবর্তী গেল ২ মাসে সাতকানিয়া-লোহাগাড়ায় প্রায় ৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডেরও চেয়ারম্যান।

সাতকানিয়া-লোহাগাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে মন্তব্য করে নদভী বলেন, প্রতিদিনই খুন-মারামারি, চাঁদাবাজি, চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। যা আমার সময় ছিল না। আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন মানুষ রাতে ২-৩টা পর্যন্তও নির্বিঘ্নে চলাচল করতে পারত। আর এখন দিনের বেলাও কিশোর গ্যাংয়ের উৎপাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সাতকানিয়া-লোহাগাড়ায় আজকের এই অরাজকতার মূল নায়ক হচ্ছে একজন সন্ত্রাসী গডফাদার। তার নাম ড. মিনহাজ। তার কাজ হলো, কেউ এমপি হলে তার কাঁধে ভর করে সুযোগ-সুবিধা আদায় করা। অন্যের জমি-দখল করা। টিআর, কাবিখা প্রকল্পের অর্থ লুটে খাওয়া।

সাতকানিয়ায় বিভিন্ন মার্ডারের ঘটনায় পুলিশের দেওয়া প্রতিবেদনে ড. মিনহাজের নাম উল্লেখ করে তিনি বলেন, আমি যখন এমপি নির্বাচিত হই, সে আমার কাছেও আসে। দলীয় নেতাকর্মীদের কথা বলে বলে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিতে চায়। পরে জানতে পারি, এসব সে নিজে খেয়ে ফেলছে। কেরানীহাট এলাকায় খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মুসলিম উদ্দিন ও ব্যবসায়ী আবুল হোসেনের জমি দখলের অপচেষ্টা চালায় সে। দেওদিঘী এলাকায়ও বিভিন্নজনের জমি দখলের অপচেষ্টা চালায়। তার এইসব অপকর্ম এলাকাবাসী তথ্য প্রমাণসহ আমার সামনে হাজির করলে আমি তাকে আর কাছে ঘেঁষতে দিইনি। এরপর সে আদাজল খেয়ে আমার বিরুদ্ধে মাঠে নামে।

নদভী বলেন, কেউ যদি প্রমাণ দিতে পারে সরকারি কোনো প্রকল্পের এক টাকারও অনিয়ম আমার হাত দিয়ে হয়েছে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। অপপ্রচারে লিপ্ত কুচক্রী মহল বিমানের টিকিটের ভুয়া ছবি বানিয়ে ফেসবুকে প্রচার করেছে। বলেছে, আমরা নাকি দেশ ছেড়ে চলে গিয়েছি। আমি জনগণের খেদমত করছি ৩০ বছর। আমৃত্যু পর্যন্ত খেদতম করে যাব। আমি এই রমজানে ২০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছি। কিছু কিছু এলাকায় এসব সহায়তা পৌঁছে যাওয়ায় তারা (প্রতিপক্ষ) ভয় পেয়ে গেছে। আমি ও আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করতে কিছুদিন আগে সেমাই, চিনি দেবে বলে লোক ডেকে এনে মানববন্ধনে দাঁড় করিয়েছে। তারা নিজেদের আওয়ামী লীগ দাবি করলেও ওরা নৌকা প্রতীক তথা আওয়ামী লীগকে ডুবানোর ষড়যন্ত্রকারী। জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতেই তারা এসব করছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা প্রমাণ করতে না পারলে আমি মানহানির মামলা করব।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার প্রতিষ্ঠিত এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে গত ২৬ বছর ধরে সাতকানিয়া-লোহাগাড়াসহ দেশব্যাপী হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। এক হাজারের অধিক মসজিদ, ওজুখানা, মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণ করেছি, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ হাজার শেল্টারসহ ৩০ হাজারের মতো ঘরবাড়ি নির্মাণ ও সংস্কার করেছি আরব বিশ্বসহ পৃথিবীর নানা দেশের সহায়তায়। বিভিন্ন দুর্যোগে এ পর্যন্ত ৫ লাখ মানুষের হাতে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। কোরবানি উপলক্ষে হাজার হাজার গরু-ছাগল বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়েছি। ২০২২ সালে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যার পর ৬ হাজার ৫০০ পরিবারকে ঘর সংস্কারের কাজ করে দিয়েছি। আর তারা বলে বেড়ায় আমি আমার এলাকার মানুষ থেকে টাকা নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

ঢাকায় আসছেন জাকির নায়েক

১০

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১১

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১২

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৩

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৪

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৬

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

১৭

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

১৮

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১৯

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

২০
X