আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে উৎসবের রং

উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চত্বর। ছবি : কালবেলা
উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চত্বর। ছবি : কালবেলা

প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে শুরুর দিকে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে পাল্টাপাল্টি অভিযোগ কম হয়নি। শঙ্কা ছিল ভোটের সুশৃঙ্খল পরিবেশ নিয়েও। তবে একেবারে শেষ মুহূর্তে সব শঙ্কা যেন মিলিয়ে গেছে উৎসবের রঙে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমি চত্বরে। প্রতিদিন সন্ধ্যা হলেই বসছে আড্ডা। চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে কারা আসছেন নেতৃত্বে এমন জল্পনা নিয়েই চলছে নানা হিসাব-নিকাশ। এক কথায় চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচার। এমনকি ভোটারদের মন জয় করতে ‘মৌসুমী ফল’ উপহার দিয়েছেন একজন প্রার্থী এমন কাণ্ডে হাস্যরসের সৃষ্টি হয়েছে সংস্কৃতি অঙ্গনে।

জানা গেছে, প্রায় ৬ বছর পর আগামী ৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি নির্বাচন। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরীর শিল্প-সংস্কৃতির প্রাণকেন্দ্র খ্যাত চট্টগ্রাম শিল্পকলা একাডেমির দ্বিতীয় নির্বাচন এটি। মোট আটটি পদে বিপরীতে নির্বাচন করবেন ২২ জন। এর মধ্যে সহ-সভাপতির দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন চারজন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করবেন দুজন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে ছয়জন এবং কার্যকরী সদস্য তিনটি পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অঞ্চল কুমার চৌধুরী, এস কে এস মাহমুদ, তাপস শেখর ও দীপেন কান্তি চৌধুরী। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন, সাইফুল আলম বাবু ও মুহাম্মদ জাহাঙ্গীর আলম। যুগ্ম সম্পাদক পদে লড়বেন আলাউদ্দিন তাহের, কঙ্কন দাশ, কমল দাশ, জামশেদ উদ্দীন, শহিদুল করিম চৌধুরী নিন্টু ও মুহাম্মদ সাজ্জাদ হোসেন। কার্যকরী সদস্য পদে প্রার্থী তালিকায় রয়েছেন, আশিকুর রহমান, বাপ্পা চৌধুরী, বিশ্বজিৎ পাল, আকরাম হোসেন, মোহাম্মদ আলী, সেলিম রেজা সাগর, হানিফ খন্দকার, রুবেল দাশ প্রিন্স, রহিমা খাতুন লুনা ও সামশুল হায়দার তুষার। পদাধিকার বলে এই কমিটির সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহমান জাদিদ ও নির্বাচনী উপ-কমিটির রিটার্নিং অফিসার মো. সাদি উর রহমান জাদিদ কালবেলাকে বলেন, একটি পক্ষ শুরুর দিকে কিছু অভিযোগ তুলেছিল। কিন্তু আমার এসব যাচাই-বাছাইকালে সেগুলোর সত্যতা পাইনি। কাজেই নির্দিষ্ট সময়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করছি। ৮ জুন নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনাকালে জেলা শিল্পকলা একাডেমির নানা কার্যক্রমসহ নানা কারণে এবারও আলোচনায় আছেন সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এবং একই পদের এবারের প্রার্থী সাইফুল আলম বাবু।

তিনি কালবেলাকে বলেন, প্রার্থীদের মধ্যে তো সবাই সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, ভোটের আগে-পরে তো আমরা এ অঙ্গনেই ব্যস্ত থাকব। ভোট হলেও লড়াইটা হোক সুস্থ প্রতিদ্বন্দ্বিতার এবং নির্বাচনে যোগ্য প্রার্থীরাই উঠে আসবে এটাই আশা করি। ভোটকে কেন্দ্র করে উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে আশা করছি শেষ পর্যন্ত এমনটাই থাকবে। হার-জিত যাই হোক, কাঁধে কাঁধ মিলিয়ে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে কাজ করব আমরা।

এদিকে প্রচার একাডেমি প্রাঙ্গণেই শুধু সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। অন্যদিকে প্রার্থীর পক্ষে পোস্ট দিয়েও ভোট আদায়ের চেষ্টা করছেন সমর্থকরা। ভোট আদায়ের কৌশল ঠিক করতে চলছে চায়ে হোটেল-টঙ দোকানে আড্ডা। চলছে ঘরোয়া বৈঠকও। তবে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই সদস্যদের কাছে সবচেয়ে বেশি ভোট আদায়ের প্রক্রিয়া চলছে। এদিকে সাংস্কৃতিক অঙ্গনের যোগ্য ও ত্যাগী প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে শিল্পকলার কার্যক্রমে আরও গতি আনতে ব্যাপক আগ্রহ নিয়ে উৎসবমুখর ভোটের অপেক্ষা করছেন ভোটাররাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ নরসুন্দর দিবস

এনআইডির জন্য শেরপুরের বাসিন্দা হিসেবে রোহিঙ্গা যুবকের আবেদন 

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বোমা মেরে ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, নিহত ৩

বায়ুদূষণে চ্যাম্পিয়ন কিনশাসা, ঢাকার অবস্থান কত

হঠাৎ স্কুলে ‘মামা’ পরিচয়ে শিক্ষার্থীদের পেটালেন যুবক, আহত ১২ 

রাজধানীতে আজ কোথায় কী

ডে কেয়ার সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১০

১৬ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

১৬ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

টানা ৫ দিন বৃষ্টির আভাস

১৪

ভোজ্যতেল আমদানির খরচ বাড়াল সরকার

১৫

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় প্রেভেইল ফাউন্ডেশনের উদ্যোগ 

১৬

‘যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব’

১৭

কর কর্মকর্তা মাসুদুর রহমানকে বরখাস্ত

১৮

নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল  

১৯

হংকংকে বিদায় করে সুপার ফোরে এক পা লঙ্কানদের

২০
X