থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৬:৩৩ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাদের পাহাড় কাটার মহোৎসব, চুপচাপ দেখছে পরিবেশ অধিদপ্তর

পরিবেশ দিবসেও চলছে পাহাড় কাটার মহোৎসব। ছবি : কালবেলা
পরিবেশ দিবসেও চলছে পাহাড় কাটার মহোৎসব। ছবি : কালবেলা

আজ ৫ জুন। প্রতি বছর এ দিনে আন্তর্জাতিক পরিবেশ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। এই দিনে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে সারা বিশ্বে নানা প্রতিপাদ্য নিয়ে প্রচার চালিয়ে নেওয়া হয় নানা কর্মসূচি। সেখানে বান্দরবানের থানচিতে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসযজ্ঞে মেতে উঠেছেন স্থানীয় কয়েকজন যুবলীগ নেতা।

বুধবার (৫ জুন) থানচি উপজেলা সদরের মরিয়ম পাড়া, যোসেফ পাড়া ও বাসস্টেশন এলাকায় চলে এ পাহাড় কাটা।

স্থানীয়রা জানায়, ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সারা দেশে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষার নিয়মনীতির তোয়াক্কা না করে থানচি উপজেলা যুবলীগের সহসভাপতি শৈক্যচিং মারমা ও উপজেলা আ.লীগের তথ্য-প্রচার ও প্রকাশনা সম্পাদক সচীন চন্দ্র ত্রিপুরার নেতৃত্বে থানচি বাসস্টেশন, যোসেফ পাড়া ও মরিয়ম পাড়া এলাকায় ক্ষমতার অপব্যবহার করে দিনদুপুরে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। এর আগেও উপজেলা সদরে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করার অপরাধে নামমাত্র জরিমানা করেছিল প্রশাসন।

এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে এসব পরিবেশ ধ্বংসকারী চক্র। এছাড়া এসব অনিয়ম সম্পর্কে স্থানীয় প্রশাসন জানলেও নীরব ভূমিকা পালন করছে।

উপজেলা যুবলীগের সহসভাপতি শৈক্যচিং মারমা পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে বলেন, পাহাড় কাটার অনুমতি পেতে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।

তবে অনুমতি পাবার আগেই কেন পাহাড় কাটা শুরু করেছেন, এমন প্রশ্নের জবাবে কিছু বলতে রাজি হননি তিনি।

তথ্য ও প্রকাশনা সম্পাদক সচিন্দ্র ত্রিপুরা বলেন, সাধু যোসেফ পাড়া হতে মরিয়ম পাড়া রাস্তাটি করার জন্য পাহাড় কাটা হচ্ছে। এ ব্যাপারে বান্দরবান পরিবেশ অধিদপ্তরে অনুমতির জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন না পাওয়ার আগে পাহাড় কাটা হচ্ছে।

পাহাড় কেটে আইন লঙ্ঘন করা হচ্ছে কি না- প্রশ্ন করা হলে সচিন্দ্র ত্রিপুরা কোনো সুদুত্তর দিতে পারেননি।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, ঠিকাদারের পক্ষ থেকে পাহাড় কাটার অনুমতি চেয়ে আবেদন করেছে। আবেদনগুলো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

তিনি জানান, আবেদন করলেও অনুমোদন না পাওয়া পর্যন্ত পাহাড় কাটার কোনো বৈধতা নেই। অবৈধ উপায়ে এসব পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পাহাড় কাটার অপরাধে মরিয়ম পাড়ার নিবাসী প্রাথমিক শিক্ষা অফিসের সুরেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে এর আগেও মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি এখনো বিচারাধীন।

থানচি ইউএনও মোহাম্মদ মামুন জানান, পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় মানেন রিয়ালের নতুন তারকা

জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে : মাহমুদুর রহমান 

১৫ গাড়িচালকের প্লট বাতিল 

দখলে জিয়া খাল, জলাবদ্ধতায় ডুবছে কৃষিজমি

অপারেশন ছাড়াই গলবে পিত্তথলির পাথর, জেনে নিন ঘরোয়া ৮ টোটকা

ছাত্রদলের হল কমিটি বিদ্যমান থাকবে কি না, জানালেন রাকিব

চিটাগং কিংসের সঙ্গে চুক্তি বাতিল, ৪১ কোটি টাকা দাবি বিসিবির

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান : বুলু

ভবন ভাঙার সময় ধস, চাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

১০

ডাকসু নির্বাচন / তৃতীয় দিনে মনোনয়নপত্র নিয়েছেন ২২ জন

১১

বড় পরাজয়ে আসর শুরু বাংলাদেশের ‘এ’ দলের

১২

জামিন পেলেন প্রিন্স মামুন

১৩

রাতে জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে ঝাঁপ কলেজ ছাত্রীর

১৪

২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যার শঙ্কা 

১৫

মালয়েশিয়ায় যেসব সুবিধা পাবেন বাংলাদেশি শ্রমিকরা

১৬

মুক্তির দিনেই পাইরেসির শিকার রজনীকান্তের ‘কুলি’

১৭

মুক্তির দিনেই পাইরেসির কবলে ‘ওয়ার-২’

১৮

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বাড়ল

১৯

আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে : খেলাফত মজলিস

২০
X