শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান

আনিসুর রহমানের হাতে ফ্রি গাড়ির চাবি হস্তান্তর করছেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খানসহ প্রতিষ্ঠানটির ঊর্দ্ধতন কর্মকর্তাগণ। ছবি : সংগৃহীত
আনিসুর রহমানের হাতে ফ্রি গাড়ির চাবি হস্তান্তর করছেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খানসহ প্রতিষ্ঠানটির ঊর্দ্ধতন কর্মকর্তাগণ। ছবি : সংগৃহীত

‘আলাদিনের দৈত্য নয়, মার্সেলেই স্বপ্ন পূরণ হয়’- এই স্লোগানে সারা দেশে চলছে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এর আওতায় মার্সেল ফ্রিজ কিনে একটি প্রাইভেটকার ফ্রি পেয়েছেন ঢাকার উত্তরখানের আনিসুর রহমান। উত্তরার চেয়ারম্যান বাজার এলাকায় ছোট্ট একটি বিরিয়ানির দোকান রয়েছে তার। সেই দোকানের জন্য মার্সেল ফ্রিজ কিনে গাড়ি ফ্রি পেয়ে খুশিতে আত্মহারা আনিসুর।

শনিবার (১৬ নভেম্বর) আজমপুর কাঁচাবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে ক্রেতা আনিসুর রহমানের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান, প্রতিষ্ঠানটির ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক (উত্তর) ইনচার্জ কুদরত-ই খুদা সাফওয়ান, দক্ষিণের ইনচার্জ নূরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, স্থানীয় ব্যবসায়ী হারুনুর রশিদ মোল্লা, মার্সেলের ডিস্ট্রিবিউটর শোরুম ‘এমএইচ ইলেকট্রনিক্স’ এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম শাহীন প্রমুখ।

নিজের বিরিয়ানির দোকানে ব্যবহারের জন্য চলতি মাসের ২ তারিখ মার্সেলের পরিবেশক শোরুম ‘এমএইচ ইলেকট্রনিক্স’ থেকে একটি ফ্রিজ কেনেন আনিসুর। জানতেন না এক ফ্রিজেই ভাগ্য বদলে যাচ্ছে তার। কেনার পর ফ্রিজটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরই মার্সেল থেকে তার মোবাইল নম্বরে গাড়ি ফ্রি পাওয়ার একটি এসএমএস আসে। তার কাছে অবিশ্বাস্য লাগে ওই এসএমএসটি। পরে শোরুমে যোগাযোগ করে তিনি বিষয়টি নিশ্চিত হন।

তিনি বলেন, এই প্রথম কোনো কিছু কিনে ফ্রি পেলাম। তাও একটি গাড়ি। মার্সেল সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মার্সেল কথা দিয়ে কথা রাখে তার প্রমাণ আজকের এই অনুষ্ঠান। অন্য যে কোনো ব্র্যান্ডের সঙ্গে মার্সেলের পার্থক্য এখানেই।

অনুষ্ঠানে মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান জানান, মার্সেল ক্রেতাদের হাতে আন্তর্জাতিকমানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতা সুবিধাও প্রদান করছে। শুধু ব্যবসা করাই মার্সেলের মূল লক্ষ্য নয়। দেশের মানুষের আর্থ-সামাজিক এবং জীবনযাত্রার মানোন্নয়নেও ভূমিকা রাখা মার্সেলের অন্যতম উদ্দেশ্য। তাই দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এ মার্সেল পণ্যের ক্রেতাদের ফ্রি গাড়িসহ লাখ লাখ টাকার নিশ্চিত উপহার দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে দেশীয় পণ্য ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করে মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের পণ্য তুলে দিচ্ছে মার্সেল। ক্রেতাদের উচিত দেশে তৈরি এসব আন্তর্জাতিকমানের পণ্য কেনা। এতে দেশের টাকা দেশে থাকে। দেশের অর্থনীতি শক্তিশালী হয়।

উল্লেখ্য, চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর আওতায় ক্রেতারা দেশের যে কোনো মার্সেল পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নাম্বারসহ সংশ্লিষ্ট পণ্যের বারকোড নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে মার্সেলের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন গাড়িসহ লাখ লাখ টাকার নিশ্চিত উপহার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১০

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১১

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১২

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৩

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৫

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৬

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৭

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৮

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৯

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

২০
X