কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

যমুনা ফিউচার পার্কে কেনাকাটায় কোটি টাকার ঈদ উপহার

যমুনা ফিউচার পার্কে চলছে ঐতিহাসিক মেগা ক্যাম্পেইন ‘কোটি টাকার ঈদ উপহার–২০২৫ শপিং’। ছবি : সংগৃহীত
যমুনা ফিউচার পার্কে চলছে ঐতিহাসিক মেগা ক্যাম্পেইন ‘কোটি টাকার ঈদ উপহার–২০২৫ শপিং’। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে চলছে ঐতিহাসিক মেগা ক্যাম্পেইন ‘কোটি টাকার ঈদ উপহার–২০২৫ শপিং’। তাই শেষ সময়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত যমুনা ফিউচার পার্কে আগত ক্রেতারা। বাংলাদেশের শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং আসন্ন ঈদুল ফিতরের আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলতে যমুনা ফিউচার পার্ক আয়োজন করেছে ‘কোটি টাকার ঈদ উপহার ২০২৫’ মেগা ক্যাম্পেইন। এটি দেশের বৃহত্তম এবং সবচেয়ে আকর্ষণীয় শপিং ক্যাম্পেইন, যেখানে গ্রাহকরা উপভোগ করতে পারবেন কোটি টাকার পুরস্কার জেতার সুযোগ।

যমুনা ফিউচার পার্ক প্রতি বছর ঈদ উপলক্ষ্যে বিশেষ এ ক্যাম্পেইন নিয়ে আসে। তবে এবারের আয়োজনটি আগের চেয়ে বৃহত্তর, জমকালো, আকর্ষণীয়। দেশি-বিদেশি নামি ব্র্যান্ডসমূহের বিশাল অংশগ্রহণে এটি পরিণত হতে চলেছে বছরের সবচেয়ে বড় শপিং উৎসবে। মধ্যবিত্ত থেকে সকল শ্রেণিপেশার মানুষের জন্যে যমুনা ফিউচার পার্ক, স্বাচ্ছন্দের শপিং ডেস্টিনেশন হিসেবে পরিচিত।

সর্ববৃহৎ এ শপিংমলে রয়েছে ছয় হাজার গাড়ি পার্কিং সুবিধা, ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর জন্য পর্যাপ্ত ভয়েড স্পেস, সম্পূর্ণ এয়ারকুলিং পরিবেশ ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রয়েছে ডেডিকেটেড ফায়ার ফাইটার ও সিকিউরিটি টিম। ক্রেতারা ব্যাংক কার্ডের মাধ্যমে কেনাকাটায় লুফে নিচ্ছেন আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট।

সকল বয়সের ক্রেতারা তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী পছন্দের শপিং স্বাচ্ছন্দ্যে করতে পারছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দারুণ ব্যস্ততায় সময় কাটছে যমুনা ফিউচার পার্কের বিক্রেতাদের। দারুণ সব নজর কারা ডিজাইনের লাইফস্টাইল পণ্য পাচ্ছেন হুর, জিন্স অ্যান্ড কো, মেট্রোসহ বিভিন্ন আউটলেটে। একজন ক্রেতার যাবতীয় সকল প্রয়োজন একই ছাদের নিচে সবটুকু আয়োজন আছে একমাত্র যমুনা ফিউচার পার্কেই।

যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস ও অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, ঈদ সবসময়ই আনন্দের, আর এ আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলতে যমুনা ফিউচার পার্ক আয়োজন করেছে বছরের সবচেয়ে বড় শপিং ক্যাম্পেইন। আমরা চাই, আমাদের সম্মানিত গ্রাহকরা শুধু কেনাকাটাই নয়, বরং ঈদের আনন্দের সঙ্গে শপিং অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখুক। কোটি টাকার ঈদ উপহার-২০২৫ এর মাধ্যমে আমরা তাদের জন্য নিয়ে এসেছি আকর্ষণীয় পুরস্কার এবং বিনোদনের এক বিশাল সমাহার।

যমুনা ফিউচার পার্কে আগত রিদিতা বলেন, যমুনা ফিউচার পার্কে আসলে এক সঙ্গে সকল কিছুর প্রয়োজন মিটে। এখানে বাবার সঙ্গে এসে অনেকগুলো ড্রেস কিনেছি, ফিউচার ওয়ার্ল্ডে খেলা করেছি এবং এত বড় শপিংমল যমুনা তে আসলে নতুন কালেকশন দেখে কিনতে পারি, যা আর কোথাও পাওয়া যায় না।

কোটি টাকার ঈদ উপহার ক্যাম্পেইনে মাত্র ২ হাজার টাকার কেনাকাটায় গ্রাহকরা অংশ নিতে পারবেন কোটি টাকার পুরস্কারের লাকি ড্রতে। লাকি ড্রতে বিজয়ীরা পেতে পারেন স্মার্ট টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ব্লেন্ডার এবং আরও অনেক কিছু। এ ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। গ্রাহকরা যাতে সহজে উপহার পেতে পারেন সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে।

পণ্য ক্রয়ের ইনভয়েস নিয়ে সেখানে থাকা কিউআর কোড অথবা jamunaeid.com এ তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকরা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। প্রতিদিন এ আয়োজনে যারা অংশ নিয়েছেন তাদের মাঝে উপহারসামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

বাচ্চাদের খেলার জন্যে নিত্যনতুন সব রাইড রয়েছে ফিউচার ওয়ার্ল্ড এ। প্লেয়ার্স ক্লাবে আছে পুল, বিলিয়ার্ড, কেরিয়কে, ২২ লাইন বিশিষ্ট আন্তর্জাতিক মানের একমাত্র বোলিং অ্যালে। এ ছাড়াও ব্লকবাস্টার সিনেমায় এ চলছে দারুণ সব নতুন মুভি ও বৃহৎ ফুড কোর্টে থাকছে অন্যান্য স্বাদের সকল ফুড। বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল মার্কেটও যমুনা ফিউচার পার্কের লেভেল-৪ এ।

ক্রেতাদের প্রয়োজনীয় সকল গ্রোসারি পণ্যসামগ্রী পাওয়া যাচ্ছে দেশের সর্ববৃহৎ ও একমাত্র হাইপার মার্কেট হোলসেল ক্লাবে। তাই যমুনা ফিউচার পার্ক কেবল একটি শপিংমলই নয়, এটি একটি আন্তর্জাতিক এন্টারটেইনমেন্ট হাব।

এ ঈদে উপভোগ করতে পারবেন সেরা শপিং অভিজ্ঞতা। কোটি টাকার পুরস্কার এবং চমৎকার বিনোদনের অংশ হিসেবে রয়েছে মিউজিক, ম্যাজিক আর দারুণ সব ইদ আয়োজন। তাই চলে আসুন যমুনা ফিউচার পার্কে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুতে প্রার্থিতার ঘোষণা দিলেন উমামা

মুরাদনগরে বিএনপি-এনসিপি পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০

বিএনপি ক্ষমতায় গেলে ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : ডা. হারুন

রোহিঙ্গা মুসলিমদের ওপর আরাকান আর্মির বর্বরতা, তদন্তের আহ্বান

ফেনীর বন্যা সমস্যার সমাধানে ঐক্য ও প্রশাসনের দুর্নীতিমুক্তির দাবি মঞ্জুর

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ

অরবিটক অ্যাপে এনআইডি যাচাই সেবার জন্য ইসি ও রেস অনলাইনের চুক্তি

সীমানা নির্ধারণে দাবি ও আপত্তির সময় দিল ইসি

শেষ দিন আর পারল না হাসিব-রাফিন, অবশেষে ধরা

১০

জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন / শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী

১১

এমন কিছু করবেন না, আবার যেন গণতন্ত্র ব্যাহত হয় : মির্জা ফখরুল

১২

নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৩

‘এই এদের ধরেন তো’- দুই সাংবাদিককে ওসি

১৪

কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, এএসপি বরখাস্ত

১৫

রংপুরে হিন্দুপল্লিতে হামলা : গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

১৬

পিআর দেশের সামাজিক অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় : মঈন খান

১৭

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, জরিমানার হুমকি

১৮

যে কারণে ভারতের বিপক্ষে শেষ টেস্টে খেলছেন না স্টোকস

১৯

চট্টগ্রাম বন্দরে কনটেইনার নামিয়ে কিসমিস পাচারের চেষ্টা, আটক ৩

২০
X