কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে যেসব দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে রাজধানীতে শুরু হচ্ছে ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৫। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ৩ দিনব্যাপী বৃহৎ আন্তর্জাতিক এ মেলার আয়োজন করছে পর্যটনশিল্পের বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। এতে অংশ নিচ্ছে পাকিস্তান, নেপাল ও ভুটানসহ ১২ দেশের পর্যটন সংশ্লিষ্ট সংস্থা, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা। এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিটিটিএফ প্রেস মিট অনুষ্ঠান থেকে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান।

অনুষ্ঠানে মেলার প্রেক্ষাপট ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানান টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো, তাসলিম আমিন শোভন। তিনি বলেন, এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।

এবারের মেলায় পাকিস্তান, নেপাল এবং ভুটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করছে। এছাড়াও মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, ফিলিপাইন ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করছে।

মেলায় ৪টি হলে ২০টি পেভিলিয়নসহ ২২০টি স্টল থাকবে। মেলায় সাইড লাইন ইভেন্ট হিসেবে থাকবে বিটুবি সেশন, সেমিনার ও কান্ট্রি প্রেজেন্টেশন। এছাড়া মেলায় আগত দর্শনাথীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন এবং দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্র পুরস্কার। এক্ষেত্রে যারা বিটিটিএফ অ্যাপ ব্যাবহার করে মেলায় প্রবেশ করবেন, শুধু তারাই র‌্যাফেল ড্রতে অংশ নিতে পারবেন। মেলার প্রবেশ মূল্যের ওপর বিটিটিএফ পেমেন্ট পার্টনার বিকাশের ক্যাশব্যাক অফার থাকছে।

টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, টোয়াব বাংলাদেশের পর্যটনশিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন এবং বিটিটিএফ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন মেলা। ২০০৭ সাল থেকে টোয়াব এটি আয়োজন করে আসছে। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার প্রধান উদ্দেশ্য। আমরা আশা করছি, এবারের পর্যটন মেলা ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটনশিল্প সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। মেলাটি বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার ঘটাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোক্তার ডিজির সঙ্গে সিসিএসের মতবিনিময়

সালাউদ্দিন আহমদ / অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না, এটা হাস্যকর

‘পল্টন ট্র্যাজেডি দেশের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়’

বিয়ারিং প্যাড পড়ে যুবকের মৃত্যু, ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

কিবোর্ডে লুকিয়ে থাকা কয়েকটি আকর্ষণীয় রহস্য, যা জানেন না অনেকে

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বন্দরে নিলাম অযোগ্য ১৯ কনটেইনার বিপজ্জনক পণ্য ধ্বংস

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

‘কাল্পনিক অভিযোগে জামায়াত নেতাদের বিচারিক হত্যা করেছে আ.লীগ’

সাধারণ এই ৪ ভুলেই শরীরে আয়রনের মাত্রা কমবে হুড়মুড়িয়ে

১০

বিক্রি হওয়ার পথে বিখ্যাত মারকানা স্টেডিয়াম

১১

ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন ডা. শাকিল

১২

দৃষ্টিশক্তি বাড়াতে চান? প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৪ ফল

১৩

শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

১৪

ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচাল জনগণ মেনে নেবে না : ফারুক

১৫

সিলেটে অটোরিকশা চালুর দাবিতে সড়ক অবরোধ

১৬

অধ্যক্ষ-প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরিপত্র জারি

১৭

সাবেক এমপি জয়সহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা  

১৮

জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে গালাগাল, সেই তরুণী গ্রেপ্তার

১৯

হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

২০
X