দৈনিক কালবেলায় গত ১৩ ডিসেম্বর প্রকাশিত ‘রং ফর্সা করার নামে বিউটি অ্যাঞ্জেল বিডির প্রতারণা’ এবং অনলাইনে ১১ ডিসেম্বর ‘জন্মগত কালোকে ৩০ মিনিটে সাদা করার প্রতারণা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিউটি অ্যাঞ্জেল বিডি।
প্রতিবাদে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সানজিদা রিপনা বলেছেন, বিউটি অ্যাঞ্জেল বিডি নিজে কোনো পণ্য তৈরি করে না। যেসব পণ্য বিক্রি করা হয়, তা সরাসরি একজন আমদানিকারকের মাধ্যমে বিদেশ থেকে আসে। সংবাদে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমার কোনো বক্তব্য না থাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
প্রতিবাদপত্রে বলা হয়, প্রকাশিত সংবাদে বিশেষজ্ঞদের বক্তব্য দিয়ে যেসব ক্ষতিকর উপাদানের কথা বলা হয়েছে, বিউটি অ্যাঞ্জেল বিডির কোনো পণ্যে এমন ক্ষতিকর উপাদান রয়েছে তার প্রমাণ কেউ দেখাতে বা উপস্থাপন করতে পারেনি। এ ছাড়া বিউটি অ্যাঞ্জেল বিডির পণ্য নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আপত্তি তোলেনি বা ক্ষতিকর উপাদানের প্রমাণ পায়নি। প্রকৃতপক্ষে আমাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা হিংসাবশত নানারকম মিথ্যা প্রচারণা ও তথ্য ছড়াচ্ছে। গ্রাহকের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় বিউটি অ্যাঞ্জেল বিডি প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতে সংশ্লিষ্ট যেকোনো কর্তৃপক্ষ কোনো পরামর্শ বা দিকনির্দেশনা দিলে বিউটি অ্যাঞ্জেল বিডি তা যথাযথভাবে পালন করে গ্রাহকের আস্থা ধরে রাখতে সচেষ্ট থাকবে।
মন্তব্য করুন