সিঙ্গাপুরের ভিসা প্রক্রিয়াকরণের জন্য এজেন্ট সেবা চালু করেছে পিএস ট্যুর অ্যান্ড ট্রাভেল। গত ২ মার্চ রাজধানীর গুলশানে এ সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত শিলা পাল্লাই। ডিইউ ডিজিটাল গ্লোবাল টেকনোলজিস লিমিটেডের সঙ্গে অংশীদারের ভিত্তিতে এ অনুমোদন পেয়েছে পিএস ট্যুর অ্যান্ড ট্রাভেলসে।
অনুষ্ঠানে শিলা পাল্লাই বলেন, এ অংশীদারত্ব কেবল বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার সম্পর্ককে আরও মজবুত করবে না, বরং ভিসা আবেদন প্রক্রিয়ায় প্রযুক্তিগত দক্ষতার একটি নতুন স্তর যুক্ত করবে। তিনি ডিইউ ডিজিটাল গ্লোবাল টেকনোলজিস লিমিটেডের সঙ্গে সকল ভিসা আবেদনকারীদের জন্য একটি উন্নত এবং দক্ষ অভিজ্ঞতা প্রদানে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সিইও পার্থ শরথী চক্রবর্তী এবং ডিইউ ডিজিটাল গ্লোবাল টেকনোলজিস সিইও শিবাজ রায়ও উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসাপ্রত্যাশীরা ঢাকার গুলশান-২-এর ১৭ পিবিএল টাওয়ারের ১৩ তলায় যোগাযোগ করতে পারেন। রোববার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যোগাযোগ করতে পারেন। এ ছাড়া যেকোনো তথ্য ও জরুরি প্রয়োজনে ০১৭২২৮৬১০১৪ অথবা ০১৯৭৩৭৯৯২৪৪ নম্বরের দুটি মোবাইল নম্বর চালু করা হয়েছে।
মন্তব্য করুন