সাউথইস্ট কম্পিউটার ক্লাবের উদ্যোগে ব্যাটেল অব বাইটস ই-স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গত বুধবার (৮ মে) তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইয়ুথ ডেভোলপমেন্ট অ্যান্ড ই-স্পোর্টস অ্যাসোসিয়েশনের (বিওয়াইডিইএসএ) সহযোগিতায় এ আয়োজন করা হয়।
গত ৭ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে 'এসইইউ আন্ডারডগস' ভ্যালোরেন্ট বিভাগে জয় পেয়েছে। ২ -০ পয়েন্টে ডেথ উইশকে পরাজিত করে তারা। এছাড়া ইএ এফসি ২৪ ক্যাটাগরিদের আরমান কায়েস চ্যাম্পিয়ন হয়েছেন এবং প্রথম ও দ্বিতীয় রানারর্স আপ হয়েছেন মাহিন উদ্দিন এবং আল আমিন মো. তানভীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আ ন ম মেশকাওয়াত উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেনে বাংলাদেশ ইয়ুথ ডেভোলপমেন্ট অ্যান্ড ই-স্পোর্টস অ্যাসোসিয়েশনের (বিওয়াইডিইএসএ) হেড অব প্রডাকশন মো. নাফিউল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন এবং সিএসই বিভাগের প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়াম্যান ও সহযোগী অধ্যাপক শাহরিয়ার মঞ্জুর।
মন্তব্য করুন