শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

লরি-অটোরিকশার সংঘর্ষে বাবা নিহত, সন্তানের হাত বিচ্ছিন্ন

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে লরি ও অটোরিকশার সংঘর্ষের মফিজুল ইসলাম নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় নিহতের সাত বছর বয়সী ছেলের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত হয়েছেন অটোরিকশাচালকও।

শনিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের চৌধুরীঘাট বেইলী ব্রিজের উত্তরপাশে জৈনা বাজার টু কাওরাইদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিক মফিজুল ইসলাম উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের বাসিন্দা। তিনি পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। আহত অটোরিকশাচালক উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের আব্দুল কাদিরের ছেলে মোস্তফা কামাল।

নিহতের শ্বাশুড়ি ঝর্ণা বেগম বলেন, আমার মেয়ের জামাই ও নাতি আমার বাড়িতে বেড়াতে আসছিল। সকালে আমাকে জামাই ফোন করে বিষয়টি জানায়। এরপর দুপুরের পর রওনা হয়। কিন্তু বিকেল হলেও তাদের আসতে দেরি হচ্ছে ভেবে আমি মেয়ের জামাইকে ফোন করলে নম্বর বন্ধ পাই। এরপর আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি চৌধুরীঘাট এলাকায় একজন লোক মারা গেছে। একজন শিশু আহত হয়েছে। এরপর দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মেয়ের জামাইয়ের মরদেহ দেখতে পাই। এখন পর্যন্ত আমি নাতির কোনো খোঁজ খবর পাইনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা যাত্রী নিয়ে কাওরাইদের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ করে একটি বিড়াল অটোরিকশার সামনে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় একটি লরি গাড়ির নিচে পড়লে একজন নিহত হন। এক শিশুর একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। অটোরিকশাচালক চালক মোস্তফা গুরুতর আহত হয়েছেন। অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। স্থানীয়রা শিশু ও চালককে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে পাঠিয়েছেন।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে অবহিত করেছি। ঘটনাস্থলে একজন মারা গেছেন। একজন শিশু ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে শিশু ও তার বিচ্ছিন্ন হাতসহ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত লরিগাড়ি ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

তিনি বলেন, লরি গাড়ির চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যোগ দিতে বাধা

এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ

নিয়ম পরিবর্তন করে নির্বাচন দেন, আপত্তি থাকবে না : হাসনাত

তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

মানুষ ঘুমের মধ্যে কেন হাসে, কী করণীয়

জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে : মেঘমল্লার বসু

বাড়ি বেচে দিলেন সোনু সুদ

১০

বাইচের নৌকা ডুবে নিহত ২

১১

মার্কিন আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষিত

১২

বায়ুদূষণে চ্যাম্পিয়ন কামপালা, ঢাকার অবস্থান কত

১৩

সব সময় ক্লান্ত লাগার ৫ সাধারণ কারণ

১৪

পরীক্ষামূলকভাবে আজ শুরু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

১৫

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

১৬

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৭

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

১৮

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

১৯

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে : নীরব

২০
X