শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ভুয়া মেজর গ্রেপ্তার

সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারী রাশেদুল হক রুবেল। ছবি : কালবেলা
সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারী রাশেদুল হক রুবেল। ছবি : কালবেলা

বরিশালে মেহেন্দিগঞ্জে কলেজ পড়ুয়া এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাশেদুল হক রুবেল নামে এক ভুয়া সেনাবাহিনীর মেজর।

সোমবার (৮ জুলাই) রাতে মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি ওয়ার্ডের প্রেমিকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে আইডি কার্ড, বিএনসিসি কার্ড, মোবাইল ফোনসহ প্রতারণামূলক কাগজপত্র জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ভুয়া মেজর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উলিপুর ইউনিয়নের আব্দুল কাদের সরকারের ছেলে। সে বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকার কলেজ পড়ুয়া এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

স্থানীয়রা জানান, পাঁচ মাস আগে পৌর এলাকার কলেজ পড়ুয়া এক যুবতীর সঙ্গে পাঁচ মাস আগে মুঠোফোনে পরিচয় হয়। পরে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়েছেন। বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আপন ফুফাতো ভাই সংসদ সদস্য বলে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের প্রলোভনে ওই যুবতীকে বিভিন্ন স্থানে বেড়ানোর কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়েন তোলেন। এ ছাড়াও বিভিন্ন সময় শ্বশুর বাড়ি পরিচয়ে বেড়াতে আসে মেজর পরিচয়দানকারী রাশেদুল ইসলাম রুবেল।

এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ সোমবার রাতে প্রেমিকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুয়া মেজরের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে তার প্রেমিকা বিচার দাবি করে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয়ে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সখ্যতা গড়েন ও বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে ভুয়া জানতে পারলে থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর অফিসার পরিচয় এবং বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেন। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক বলেন, ভুয়া সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে সে। তিনি সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে, এক পর্যায়ে বিয়ের প্রলোভনে ওই যুবতীকে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সে একেক জায়গায় একেক নাম ব্যবহার করেছে। বাড়ির ঠিকানাও বিভিন্ন জায়গার নাম বলেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

বিএনপির আরেক নেতাকে গুলি

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

১০

চট্টগ্রাম-৫ আসন / মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

১১

ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদের দিনভর গণসংযোগ

১২

অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

১৩

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ

১৪

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে পাঁচ কর্মসূচি প্রকাশ বিএনপির

১৫

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা পিএসসির

১৬

এআই ভিডিও এবং অপতথ্য নির্বাচন ও নিরাপত্তায় হুমকি

১৭

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক

১৮

বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের ‘উত্তাল’ ২০ দিন   

১৯

গ্রিনল্যান্ড কার হাতে যাবে, তা রাশিয়ার বিষয় নয় : পুতিন

২০
X