বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কমিটির নেতারা।
বুধবার (১০ জুলাই) দুপুরে বিএমডিএর প্রধান কার্যালয়ে চেয়ারম্যান দপ্তরে যুবলীগের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এসময় মহানগর যুবলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান খাঁন মনির এবং সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সঙ্গে কুশল বিনিময় করেন বিএমডিএ চেয়ারম্যান বেগম আকতার জাহান।
তিনি রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোখলেসুর রহমান মিলন, মো. মুকুল শেখ, মো. মাজেদুল আলম শিবলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক মো. খালেদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি। এ ছাড়াও রাজশাহী মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়করা এবং কর্মীরা উপস্থিত ছিল।
উল্লেখ্য, দুই যুগ পর গত বছরের ২৬ সেপ্টেম্বর রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৯ মাস পর গত ২০ জুন মো. মনিরুজ্জামান খাঁন মণিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর যুবলীগের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ।
মন্তব্য করুন