

হঠাৎ করেই রাস্তায় জমে উঠেছে ভিড়। অংশগ্রহণকারীদের মুখে নানান নকশার রংচটা আঁকিবুকি, কারও মাথায় কঙ্কালের মুখোশ, আবার কেউ এসেছেন ভূতের বেশে। কেউ দৌড়াচ্ছেন, কেউ হাসছেন, কেউ আবার সেলফি তুলতে তুলতে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। মনে হচ্ছিল যেন এক মজার উৎসব, যেখানে কোথাও একটা অদ্ভুত রহস্য লুকিয়ে ছিল ওই দৌড়ে মাঝে।
আসলে এটা কোনো সাধারণ দৌড় নয়। প্রায় শত শত মানুষ অংশ নিয়েছে এই বিশেষ ৭ কিলোমিটার, ডেড রান-এ। নাম শুনেই বোঝা যায়, এই দৌড় জীবনের জন্য, আবার মৃত্যুর স্মরণেও।
অংশগ্রহণকারীরা বলছেন, এই দৌড়ে আসার মজাই আলাদা—এখানে নিজের মতো করে সাজা যায়, নিজের মতো করে প্রকাশ করা যায় নিজেকে। আরেকজন যোগ করলেন-আমি দৌড়াই শরীর ভালো রাখার জন্য, মনের আনন্দের জন্য, আর হ্যালোউইনের প্রতি ভালোবাসা থেকে।
এই অনন্য দৌড়ের আয়োজন করা হয় প্রতি বছর নভেম্বরের শুরুতে, যখন মানুষ তার মৃত প্রিয়জনদের স্মরণ করে-ডে অব দ্য ডেড উৎসবে। এই বছরের রঙিন আয়োজনটি হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দক্ষিণ-পূর্বের লাস মেরসেদেস এলাকায়। ভায়োরি
আন্তর্জাতিক ভিডিও সংবাদ সংস্থা ভিওরির সৌজন্যে বিস্তারিত দেখুন...
মন্তব্য করুন